Last Updated:
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পর পরই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবার৷
নয়াদিল্লি: আরজি কর মামলা থেকে আচমকাই সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার৷ এ দিন বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে বৃন্দা গ্রোভারের টিমের পক্ষ থেকেই৷ মঙ্গলবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্যাতিতার পরিবারের হয়ে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র এই আইনজীবী৷ তার পরের দিনই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি৷
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পর পরই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবার৷ বিনা পারিশ্রমিকেই এই মামলা লড়ছিলেন তিনি৷ হঠাৎ কেন বৃন্দা গ্রোভার এই সিদ্ধান্ত নিলেন তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে৷
আরও পড়ুন: বিশ্বজুড়ে ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ! বিভ্রাট ইনস্টাগ্রাম, ফেসবুকেও
যদিও বৃন্দা গ্রোভারের টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আরজি কর মামলার বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে শুরু হয়ে গিয়েছে৷ তা ঠিক পথে এগোচ্ছে বলেই মনে করছেন বৃন্দা গ্রোভার৷ সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি৷
অন্য একটি সূত্রের আবার দাবি, মামলা সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে বৃন্দা গ্রোভার এবং তাঁর সহকারীদের সঙ্গে নির্যাতিতার পরিবারের মত পার্থক্যের সৃষ্টি হয়৷ সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা৷ নিম্ন আদালতেও বৃন্দা গ্রোভারের কোনও সহকারী আর এই মামলায় সওয়াল করবেন না৷
প্রসঙ্গত, মঙ্গলবার আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন চার মাস পরে দিয়েছে শীর্ষ আদালত৷ এর পরই শীর্ষ আদালতে মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা৷ তার পর পরই বৃন্দা গ্রোভারের মামলা থেকে সরে দাঁড়ানোয় সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণ ঘিরেই আইনজীবী মহলে চর্চা শুরু হয়েছে৷
Kolkata,West Bengal
December 12, 2024 1:43 AM IST