RCB vs PBKS: যে জিতবে সে ফাইনালে, প্লেঅফে টস জিতে বোলিং আরসিবির, দলে বড় চমক

RCB vs PBKS: যে জিতবে সে ফাইনালে, প্লেঅফে টস জিতে বোলিং আরসিবির, দলে বড় চমক

Last Updated:

IPL 2025 Playoffs RCB vs PBKS: মেগা ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বেঙ্গালুরুর।

(Photo Courtesy- AP)RCB vs PBKS: যে জিতবে সে ফাইনালে, প্লেঅফে টস জিতে বোলিং আরসিবির, দলে বড় চমক
(Photo Courtesy- AP)

গ্রুপ পর্বের লড়াই শেষে অবশেষে প্লেণঅফের লড়াই। বৃহস্পতিবার থেকে শুরু হল আইপিএল ২০২৫-এর প্লেঅফ পর্ব। প্রথম ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি লিগ পর্বে প্রথম স্থানে থাকা দুই দল পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি বনাম শ্রেয়স আইয়ারের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।

মেগা ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। পিচে ঘাস থাকায় শুরুতে ফ্রেস উইকেটে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে ও দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটারদের জন্য বেশি সহায়ক হবে, সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত পাতিদারদের। ম্যাচে শক্তি বেড়েছে আরসিবির। দলে ফিরেছেন তারকা পেসার জস হ্যাজেলউড।

এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, কাইল জেমিসন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং।

এক ঝলকে দেখে নিন আরসিবির প্রথম দ্বাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সূয়াশ শর্মা।

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত যে দলগুলি ট্রফি জয়ের স্বাদ পায়নি তাদের মধ্যে অন্যতম আরসিবি ও পঞ্জাব কিংস। ২০১৪ সালে পঞ্জাব ও ২০১৬ সালে আরসিবি শেষবার ফাইনাল খেলেছিল। এবার এত কাছে এসে দুই দলই ট্রফির খরা কাটাতে মরিয়া। শেষ হাসি কে হাসে তার উত্তর মিলবে আগামী কয়েক ঘন্টায়।

Scroll to Top