Last Updated:
Ram Navami: মহেশতলায় রামনবমীর মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বচসা। মহেশতলার নুঙ্গি মোড় থেকে বাটা মোড়ে মিছিল পৌঁছানোর পর সঙ্গে বচসা বাধে।

দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলায় রামনবমীর মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বচসা। মহেশতলার নুঙ্গি মোড় থেকে বাটা মোড়ে মিছিল পৌঁছানোর পর সঙ্গে বচসা বাধে। বচসার জেরে ভাঙল পুলিশের ব্যারিকেট। তুমুল উত্তেজনা বাটা মোড়ে।
Ram Navami: শুভেন্দু, লকেট থেকে শতাব্দী…রামনবমীতে রাজ্যজুড়ে মিছিলের সমারোহ! কোথাও একসঙ্গেই পা মেলাল তৃণমূল-বিজেপি