Last Updated:
গতকাল পহেলগাঁওয়ে জঙ্গিদের আকস্মিক হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই পর্যটক৷ হামলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ৷

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার উপযুক্ত জবাব খুব অল্প সময়ের মধ্যে দেবে ভারত৷ বুধবার বায়ুসেনার একটি অনুষ্ঠানে গিয়ে এমনই দাবি করলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি আরও দাবি করেছেন, শুধু হামলাকারী জঙ্গিরাই নয়, পহেলগাঁও হামলার চক্রান্ত যারা করেছে তাদেরকেও রেয়াত করা হবে না৷
প্রতিরক্ষামন্ত্রী বলেন, জঙ্গিদের কাপুরোচিত হামলায় আমাদের দেশ বহু নির্দোষ নাগরিককে হারিয়েছেন৷ এই চরম অমানবিকতায় আমরা প্রত্যেকেই শোক এবং যন্ত্রণার মধ্যে রয়েছি৷ এখানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সঙ্কল্পের কথা মনে করিয়ে দিতে চাই৷ এই কাপুরোচিত হামলার বিরুদ্ধে ভারতের প্রতিটি নাগরিক একজোট৷ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভারত সরকার উপযুক্ত সব পদক্ষেপ করবে৷ যারা এই হামলা চালিয়েছে শুধু তারা নয়, যারা পর্দার পিছন থেকে ভারতের মাটিতে এই ধরনের হামলার চক্রান্ত করেছে তাদেরকেও আমরা ছাড়ব না৷ ভারতের মতো এত প্রাচীন সভ্যতা এবং এত বড় দেশকে কোনওভাবে ভয় পাওয়ানো যাবে না৷ যারা দায়ী তাদের অল্প কিছু সময়ের মধ্যেই জোরাল জবাব দেওয়া হবে, এই আশ্বাস আমি দেশবাসীকে দিচ্ছি৷
আরও পড়ুন: বিয়ের সাত দিনেই সব শেষ! নৌসেনা অফিসারের কফিনের সামনে দাঁড়িয়ে স্ত্রী বললেন, ‘তোমার জন্য গর্বিত!’
গতকাল পহেলগাঁওয়ে জঙ্গিদের আকস্মিক হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই পর্যটক৷ হামলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ৷
এই হামলার পর থেকেই পুলওয়ামা কাণ্ডের পর ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বদলা নিয়েছিল, তারই পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন অনেকে৷ প্রতিরক্ষামন্ত্রীর আজকের মন্তব্যের পর সেই জল্পনা আরও জোরাল হল৷ আজই পহেলগাঁও হামলা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ সেই বৈঠকে উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালেরও৷ ফলে পহেলগাঁওয়ের বদলা ভারত কীভাবে নেয়, এখন তারই অপেক্ষায় গোটা দেশ৷
Kolkata,West Bengal
April 23, 2025 6:07 PM IST
Kashmir Terror Attack: ‘তুমি ভাল থেকো, তুমি আমাদের গর্ব…’ স্বামীর কফিনবন্দি দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন বিনয়ের স্ত্রী হিমাংশি