Last Updated:
স্কুলে ছাদ ভেঙে পড়ার ঘটনার কয়েক ঘণ্টা পরেই অবশ্য স্কুলের ৫ শিক্ষককে সাসপেন্ড করা হয়৷ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷

রাজস্থান: রাজস্থানে ঝালাওয়াড়ে স্কুলের ছাদ ভেঙে পড়ে ৭ ছাত্রের মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিভাবকেরা৷ এর মধ্যেই সামনে এসছে ভয়ানক অভিযোগ৷ তেমনটা যদি সত্যি হয় একটু সতর্ক হলেই পিপলোডি প্রাথমিক স্কুলের ৭ টা বাচ্চাকে এই ভাবে চলে যেতে হত না৷
রিপোর্ট বলছে, ক্লাসরুমের ছাত্রছাত্রীরা শিক্ষককে জানিয়েছিল সিমেন্ট-পাথর পড়ছে৷ কিন্তু, বাচ্চাদের সেই কথায় কোনও গুরুত্ব দেয়নি শিক্ষকেরা৷
এক ছাত্র সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে জানিয়েছে, ‘‘সিমেন্ট-পাথর পড়ছে৷ আমরা যখন শিক্ষককে বলেছিলাম তখন আমাদের ধমক দিয়ে ওঠে, আর জলখাবার খেতে থাকে৷ তখনই যদি আমাদের বের করে দিত, কারওকে চলে যেতে হত না৷’’
ক্লাস এইটের এক ছাত্র জানায়, ‘‘প্রার্থনার জন্য সব ছাত্রছাত্রীকে ক্লাসের মধ্যে বসানো হয়েছিল৷ টিচাররা জলখাবার খাচ্ছিল৷ যখন সিমেন্টের চাই-পাথর পড়তে শুরু করে বাচ্চারা ছুটে শিক্ষকদের বলতে যায়৷ কিন্তু, তাদের ধমক দিয়ে ক্লাসে ফেরত পঠিয়ে দেয় শিক্ষকেরা৷ তারপরেই দেওয়াল ধসে যায়, বাচ্চাগুলোর উপরে ছাদটা ভেঙে পড়ে৷ অনেক পড়ুয়াই প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়চ্ছিল৷ যারা পারেনি, তারা চাপা পড়ে গেছে৷ তারপর গ্রামবাসীর সাহায্যে অনেককে উদ্ধার করা সম্ভব হয়৷’’
স্কুলে ছাদ ভেঙে পড়ার ঘটনার কয়েক ঘণ্টা পরেই অবশ্য স্কুলের ৫ শিক্ষককে সাসপেন্ড করা হয়৷ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক ভিডিও বার্তায় শোকপ্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘নির্দোষ ছোট শিশুদের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত৷ যে সমস্ত পরিবার ঘটনায় বিধ্বস্ত, সরকার তাদের পাশে আছে৷ আহতদের চিকি়সার সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷’’
July 26, 2025 11:40 AM IST