Railway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…

Railway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…

Last Updated:

ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার ১১ অবৈধ অনুপ্রবেশকারী।জোরদার তল্লাশি রেল স্টেশন থেকে রেলের কামরা জুড়ে।

* গ্রেফতার একের পর এক অবৈধ নাগরিকRailway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…
* গ্রেফতার একের পর এক অবৈধ নাগরিক

ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার ১১ অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি ও রোহিঙ্গা) শনাক্তকরণের ধারাবাহিক লড়াইয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ফেব্রুয়ারি, ২০২৫ মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ধর্মনগর ও আগরতলা স্টেশনে তল্লাশি চালানোর সময় ১১ জন অনুপ্রবেশকারী এবং ২ জন ভারতীয় দালালকে গ্রেফতার করে।

১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর একটি ঘটনায়, আগরতলার আরপিএফ টিম আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নিয়মিত তল্লাশি চালায়। তল্লাশির সময় তারা সন্দেহভাজন নাগরিকত্বের ২ জন মহিলাকে স্টেশন চত্তরে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয়ের কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পরে তারা স্বীকার করে যে বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরে ধৃত সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে অফিসার ইন-চার্জ/গভর্মেন্ট রেলওয়ে পুলিশ/আগরতলার হাতে তুলে দেওয়া হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দ্বারা স্টেশন এবং ট্রেনে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখার জন্য নিয়মিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-আগামী ১০ দিন আরও ভয়ঙ্কর …! বুধের অস্তে চরম বিপদ ৪ রাশির, জলের মতো বেরিয়ে যাবে টাকা, সুখ-শান্তি ছারখার, কপাল পুড়বে কাদের?

যেকোনও ধরনের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে বিভিন্ন স্তরে মোতায়েন করা আরপিএফ কর্মীরা খুব সতর্ক হয়ে থাকে। রেল পুলিশের আধিকারিকরা অবশ্য বলছেন, নিয়মিত তল্লাশির সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার ২২৫ অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি ও রোহিঙ্গা) শনাক্তকরণের ধারাবাহিক লড়াইয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে তল্লাশি চালানোর সময় ২২৫ জন অনুপ্রবেশকারী এবং ১৬ জন ভারতীয় দালালকে গ্রেফতার করে।

আরও পড়ুন-এবার পাকা খবর! কফিনে পড়ল শেষ পেরেক! অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে এবার যা বললেন ঐশ্বর্য…

এই মাসের ১৫ অগাস্ট পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী ২২ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে। ১ অগাস্ট, ২০২৪-এর একটি ঘটনায়, আগরতলার আরপিএফ টিম জিআরপি/আগরতলার সঙ্গে যৌথভাবে আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নিয়মিত তল্লাশি চালায়।

বাংলা খবর/ খবর/দেশ/

Railway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…

Next Article

Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?

Scroll to Top