Last Updated:
Rail Strike: রেল বিভ্রাটে নাকাল নিত্যযাত্রী। শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ চলছে। আপ এবং ডাউনলাইনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

দক্ষিণ বারাসাত: বাংলা নববর্ষের আজ দ্বিতীয় দিন আর ছুটির পরের দিনই কাজে ফিরতে রেল বিভ্রাটে নাকাল নিত্যযাত্রী। শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ চলছে। আপ এবং ডাউনলাইনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। নিত্যযাত্রীদের দাবি, শিয়ালদহ দক্ষিণ শাখায় যে লোকাল ট্রেনগুলি চলে, তাতে বাদুরঝোলা অবস্থায় সাধারণ যাত্রীদের রোজ যাতায়াত করতে হয়। তার উপরে প্রতিটা ট্রেনে মহিলা কামরা দুটোর জায়গায় আরও চারটি করে দেওয়া হয়েছে, যার কারণে এই অবরোধ।
মূলত প্রতি ট্রেনে দুটি করে মহিলা কামরা থাকত। সামনে থেকে একটা এবং পিছন থেকে একটা, সেটাকে আরও দুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণে ট্রেনে ভালভাবে যেতে পারছেন না তাঁরা। পুরুষযাত্রীরা এমনিই ভিড়ে ঠাসাঠাসি করে যান, তার উপরে আরও দুটো বগি কমে গেলে আরও সমস্যায় পড়তে হবে। আর সেই কারণে রেল যাত্রীরা অবরোধ করছে।
আরও পড়ুনঃ উচ্চতা অনুযায়ী কত ওজন হলে ‘পারফেক্ট’? কোন বয়সে পুরুষ-মহিলাদের কত ওজন হওয়া উচিৎ? চার্ট মিলিয়ে দেখুন
যদিও বেশ কিছু মহিলা রেল যাত্রীর দাবি, মহিলা কামরা বাড়িয়ে তেমন কোনও লাভ হবে না। এক ঘণ্টা নয়, অন্তত ২৫ থেকে ৩০ মিনিট অন্তত ট্রেন বাড়াতে হবে। অবরোধের খবর পেয়ে জিআরপি এবং জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। রেল যাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলছে। কিন্তু তার এখনও কোন সুরাহা হয়নি। রেল যাত্রীদের দাবি, অবিলম্বে চারটি মহিলা কামরা তুলে দিয়ে আগের মতো দুটো করে মহিলা কামরা রাখতে হবে।
সুমন সাহা
Kolkata,West Bengal
April 16, 2025 1:39 PM IST
North 24 Parganas News: একই ছাদের তলায় মিলবে এত কিছু! বিদেশের মত মর্ডান আর্ট গ্যালারি এবার জেলাতেই