Rahul Gandhi: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?

Rahul Gandhi: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?

Rahul Gandhi: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?

Last Updated:

FIR Against Ragul Gandhi: রাহুল গান্ধির বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের। বৃহস্পতিবার কংগ্রেসের দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। অভিযোগ, সংসদ চত্বরে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির সাংসদদের সঙ্গে।

নয়াদিল্লিঃ রাহুল গান্ধির বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। এরপরই রাহুল গান্ধির বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। অভিযোগ, সংসদ চত্বরে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির সাংসদদের সঙ্গে। দুই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, হেমাঙ্গ যোশি এবং বাঁশুরি স্বরাজের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, রাহুল গান্ধি যেহেতু লোকসভার সদস্য তাই বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, রাহুল কি গ্রেফতার হতে পারেন?

রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর ইজ দ্য ফ্যাশন’ মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে ব্যাপক মতানৈক্য তৈরি করে, সেই নিয়ে তোলপাড় চলছিল। সেই সময়ই রাহুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদদের সঙ্গে। আম্বেদকর বিতর্ককে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী নেতাদের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের জেরে আহত হন দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি ও মুকেশ রাজপুত। আহত সাংসদদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ বাজার ছেয়েছে ভুয়ো IRCTC অ্যাপ, ওয়েবসাইটে! আপনার ফোনের অ্যাপ আসল তো? কীভাবে শনাক্ত করবেন নকল? জানুন

জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(৫) ধারার অধীনে মামলা দায়ের হয়েছে রাহুলের বিরুদ্ধে। চোট আঘাতের ক্ষেত্রে ১১৫(২) এবং গুরুতর আঘাতের ক্ষেত্রে ১১৭(২) ধারা আরোপ করা হয়েছে। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ১০৯, ১২৫, ১৩১ ও ১০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে ১০৯ ধারাটি খুনের চেষ্টার অভিযোগ।

যদিও অভিযোগ মানতে নারাজ রাহুল। তাঁর দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়।” লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিতে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, রাহুল গান্ধিকে লোকসভায় ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদরা। তাঁকেও ধাক্কা দেওয়া হয়। তাতে ভারসাম্য হারিয়ে পড়ে গেলে হাঁটুতে চোট পান।

বাংলা খবর/ খবর/দেশ/

Rahul Gandhi: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?

Scroll to Top