Radhika Yadav murder case: ‘ও তো শর্টস পরলেও…!’ টেনিস প্লেয়ার রাধিকা-খুনে এবার বিস্ফোরক দাবি বান্ধবীর

Radhika Yadav murder case: ‘ও তো শর্টস পরলেও…!’ টেনিস প্লেয়ার রাধিকা-খুনে এবার বিস্ফোরক দাবি বান্ধবীর

Last Updated:

Radhika Murder Case- টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুন-কাণ্ডে নয়া মোড়! গুরগাঁওয়ের বাড়ির ভিতরেই খুন হন রাধিকা। এবার  রাধিকার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর বাল্যবন্ধু হিমাংশিকা সিংহ।

News18Radhika Yadav murder case: ‘ও তো শর্টস পরলেও…!’ টেনিস প্লেয়ার রাধিকা-খুনে এবার বিস্ফোরক দাবি বান্ধবীর
News18

কলকাতা : টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুন-কাণ্ডে নয়া মোড়! গুরগাঁওয়ের বাড়ির ভিতরেই খুন হন রাধিকা। এবার  রাধিকার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর বাল্যবন্ধু হিমাংশিকা সিংহ। তিনি দাবি করলেন, দীর্ঘদিন ধরেই রাধিকার উপর মানসিক চাপ সৃষ্টি করছিল তাঁর পরিবার।

সেই বন্ধু দাবি করেন, শর্টস পরা, ছেলে বন্ধু থাকা নিয়ে রীতিমতো বকাবকি করা হত রাধিকাকে, এমনটাই দাবি হিমাংশিকার। জানা গিয়েছে, ২০১২ সাল থেকে রাধিকার সঙ্গে বন্ধুত্ব হিমাংশিকার। তিনি দাবি করেন, রাধিকা বাড়িতে একেবারে দমবন্ধ পরিস্থিতির মধ্যে থাকতেন। তাঁর প্রায় সব কিছু নিয়েই সমস্যা করত পরিবারের সদস্যরা।

রাধিকার জীবনযাত্রায় কোনও স্বাধীনতা ছিল না বলেও অভিযোগ তোলেন তিনি। টেনিসের ড্রেস হিসাবে রাধিকা স্পোর্টস শর্টস পরতেন। তাতেও নাকি তাঁর পরিবারের আপত্তি ছিল! তাছাড়া হিমাংশিকা দাবি করেন, রাধিকার ছেলে বন্ধু থাকা নিয়েও আপত্তি ছিল পরিবারের। হিমাংশিকা সিং-এর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে। ওই ভিডিওতে হিমাংশিকা দাবি করছেন, “রাধিকার মৃত‌্যুর আসল সত্যি” সম্পর্কে তিনি সব জানেন।

হিমাংশিকা দাবি করেন, প্রায়ই যখন-তখন রাধিকাকে বাড়ি থেকে ভিডিও কল করা হত। কোথায় আছে ও, কী করছে সেসব ভিডিও কলে দেখিয়ে প্রমাণ দিতে হত। ও সব সময় মানসিক চাপের মধ্যে থাকতেন রাধিকা যাদব।

রাধিকার বাবাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হিমাংশিকা। রাধিকার বাবা বছরের পর বছর ধরে মেয়ের জীবন নরক করে তুলেছিলেন বলেও দাবি করেন হিমাংশিকা।

বাংলা খবর/ খবর/খেলা/

Radhika Yadav murder case: ‘ও তো শর্টস পরলেও…!’ টেনিস প্লেয়ার রাধিকা-খুনে এবার বিস্ফোরক দাবি বান্ধবীর

Scroll to Top