Last Updated:
বর্তমানে রাজ্যের পূর্ত দফতরের অধীনে মোট ২২২০টি উড়ালপুল রয়েছে। সূত্রের খবর, এরমধ্যে ১৭৬টি ব্রিজের অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে।

কলকাতা: মাঝেরহাট ব্রিজের ঘটনা এখনও অনেকের মনের দগদগে৷ তারপর অবশ্য তার জায়গায় তৈরিও হয়ে গিয়েছে নতুন সেতু৷ তবে পুরনো সেতুর স্বাস্থ্যপরীক্ষা যে কতখানি জরুরি, তা নিষ্ঠুরভাবে প্রমাণ করে দিয়েছিল ওই ঘটনা৷ সূত্রের খবর, এবার রাজ্যজুড়ে ২২০০ টিরও বেশি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর। এপ্রিল মাসের মধ্যেই স্বাস্থ্যপরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের।
SSC Teacher Salary: চলতি মাসে বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত