Purulia News: এলাকায় প্রথম বইমেলা, প্রথম দিনেই বাজিমাত! জানেন কত টাকার হল বই বিক্রি

Purulia News: এলাকায় প্রথম বইমেলা, প্রথম দিনেই বাজিমাত! জানেন কত টাকার হল বই বিক্রি

Last Updated:

এই প্রথমবার পুরুলিয়ার হুড়া হাটতলা ময়দানে আয়োজন হল বইমেলার

X

Purulia News: এলাকায় প্রথম বইমেলা, প্রথম দিনেই বাজিমাত! জানেন কত টাকার হল বই বিক্রি

জমজমাট বইমেলা

পুরুলিয়া: বই মানুষের পরম বন্ধু। ‌বইয়ের বিকল্প হয় না। তবে বর্তমানে ই-বুকের যুগে বইয়ের প্রতি ঝোঁক কমছে নব প্রজন্মের ছেলেমেয়েদের। তাই ছাত্র-ছাত্রীদের বইমুখী করতে রাজ্য সরকার বইমেলার আয়োজন করছে সর্বত্র। আর এই প্রথমবার পুরুলিয়ার হুড়া হাটতলা ময়দানে আয়োজন হল বইমেলার। আর প্রথম দিনেই অভূতপূর্ব সাড়াপেল এই বইমেলা। বহু ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ এই বইমেলায় ভিড় করেন। আর প্রথম দিনেই দেড় লক্ষ টাকার বই বিক্রি হয় এই বই মেলায়। যা রীতিমত নজর কেড়েছে সকলের। জেলার বিভিন্ন জায়গাতেই ইতিপূর্বে বইমেলা হলেও এই প্রথমবার পুরুলিয়ার হুড়াতে এই বইমেলার আয়োজন হয়েছে। এই বইমেলার সাফল্য কামনা করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

বর্তমানে পাঠ্য বইয়ের বাইরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্য বই পড়ার প্রবণতা কমছে এই বইমেলার ফলে বইমুখী হবে পড়ুয়ারা সেই উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন। এই বিষয়ে হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম বলেন, “অন্যান্য বইমেলার তুলনায় এই বইমেলা একেবারেই অন্যরকম। অভূতপূর্ব সাড়া মিলেছে প্রথম দিনেই। ‌বিভিন্ন স্কুল এই মেলায় অংশগ্রহণ করেছে।” এই বইমেলা সফল হবে এমনটাই আশা করছেন তিনি।

আরও পড়ুন: হাতে আর ক’দিন, অঙ্কে ফুলমার্কস পেতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের সাজেশন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বিষয়ে হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো বলেন, “প্রথমবার এই ব্লকে বইমেলা হলেও মানুষের অনেকটাই সাড়া পাওয়া গিয়েছে। দেড় লক্ষ টাকার বই বিক্রি হয়েছে প্রথম দিনেই। ১০ লক্ষ টাকার বই বিক্রির টার্গেট রয়েছে তাদের।” পুরুলিয়ার লোকশিল্পকে তুলে ধরা হয় এই বইমেলা প্রাঙ্গণে। প্রত্যেকদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে এই বইমেলা। মোট ২৪-টি স্টল রয়েছে এই মেলায়।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

East Bardhaman News: মহাকুম্ভে পুণ্য অর্জন করতে গিয়েছিলেন মা! তারপরের ঘটনায় রাতের ঘুম উড়েছে মেয়ের

Scroll to Top