Last Updated:
অতি প্রাচীন পুরুলিয়ার এই লোক নৃত্য। নাটুয়া শব্দের উৎপত্তি নটরাজ থেকে। শাস্ত্র মতে নটরাজ নৃত্যে যে মুদ্রার ব্যবহার হয়ে আসছে তা এই নাটুয়া নৃত্য থেকেই।
দিল্লির প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়ার নাটুয়ারা
পুরুলিয়া: সামনেই ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে জায়গা করে নিল পুরুলিয়ার নাটুয়া নৃত্য। দিল্লির কর্তব্য পথে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে প্রদর্শিত হবে পুরুলিয়ার লোকসংস্কৃতির অন্যতম অংশ নাটুয়া নৃত্য। হর-পার্বতীর মিলন নৃত্য দেখবে গোটা দেশ। ভারত সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমির আমন্ত্রণে ১০০ জন লোকশিল্পী বীররসের এই নাচ প্রদর্শন করবেন দিল্লিতে। ইতিমধ্যেই বলরামপুরের পাঁড়দ্দা গ্রামে শিল্পী বীরেন কালিন্দির নাটুয়া নৃত্য দল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিন-রাত ধামসার তালে চলছে এই নাচের প্র্যাকটিস। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে তিন মিনিট ধরে প্রাচীন এই নৃত্যকলা তুলে ধরবেন তাঁরা।
আগামী ২৬ ডিসেম্বর রাতে তাঁরা ঝাড়খণ্ডের রাঁচি থেকে রেলপথে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ২৭ ডিসেম্বর রয়েছে তাদের রিপোর্টিং। টানা একমাস ধরে চলবে অনুশীলন। এরপর দিল্লির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার এই প্রাচীন বিরল লোকনৃত্য দেখবে গোটা দেশ।
আরও পড়ুন: আম্বেদকরের অপমানে বিজেপিকে কটাক্ষ মমতার, সোম দুপুরে বাংলাজুড়ে প্রতিবাদে তৃণমূল
এ বিষয়ে নাটুয়া শিল্পী বীরেন কালিন্দী বলেন, এই দল তাদের বহু পুরনো। বংশ পরম্পরায় তাঁরা নাটুয়া নৃত্য করছেন। বিগত ২০ বছর ধরে এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ফ্রান্স, সুইজারল্যান্ড, লন্ডন, চীন, জাপান, সুইডেন, জার্মান মিলিয়ে ২২ বার বিদেশ গিয়েছিন তারা। কিন্তু এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসে তাদের ডাক পড়েছে। শুধু বলরামপুর নয় পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নাটুয়া শিল্পীদের একত্রিত করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাঁরা। এটা তাঁদের কাছে বিরাট বড় প্রাপ্তি। এই দলে অনেকেই যাংরা ছৌ নৃত্যের সঙ্গে জড়িত তারা নাটুয়া নৃত্য করেন। তেমনই এক শিল্পী বিজয় কিশোর মাহালী। ইতিপূর্বে বেশ কয়েক বছর আগে তিনি ২৬ জানুয়ারির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ছৌ-শিল্পী হিসাবে। আর এ-বছর তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নাটুয়া শিল্পী হিসাবে। তার ভীষণই ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে বলে।
অতি প্রাচীন পুরুলিয়ার এই লোক নৃত্য। নাটুয়া শব্দের উৎপত্তি নটরাজ থেকে। শাস্ত্র মতে নটরাজ নৃত্যে যে মুদ্রার ব্যবহার হয়ে আসছে তা এই নাটুয়া নৃত্য থেকেই। এই নৃত্যকলা যাঁর হাত ধরে দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল তিনি বলরামপুরের পাঁড়দ্দা গ্রামের বাসিন্দা শিল্পী হাড়িরাম কালিন্দী। তার অবর্তমানে এই নৃত্যকলাকে এগিয়ে নিয়ে চলেছে তার বংশধরেরা। আর এবার তারা তাদের এই প্রাচীন নৃত্য প্রদর্শন করবেন ২৬ জানুয়ারি সাধারণতন্ত্রের অনুষ্ঠানে। ইতিপূর্বে ২০০২ ও ২০১৩ সালে বাংলা ট্যাবলোতে ছৌ নৃত্যকে তুলে ধরে সেরা হয়েছিল রাজ্য। এবার সেখানেই জায়গা করে নেবে নাটুয়া নৃত্য।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 22, 2024 2:29 PM IST
Purulia News : ১২ বছর পর দিল্লির সাধারণতন্ত্র দিবসে অংশ নিতে চলেছে পুরুলিয়ার নাটুয়া শিল্পীরা… বড় আকর্ষণ