Purulia News: ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ সদর হাসপাতালে, ভোগান্তিতে সাধারণ মানুষ

Purulia News: ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ সদর হাসপাতালে, ভোগান্তিতে সাধারণ মানুষ

Last Updated:

West Bengal news: চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।বিগত বেশ কিছুদিন ধরে ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ রয়েছে এই হাসপাতালে আর তাতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু রোগীদের।

X

Purulia News: ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ সদর হাসপাতালে, ভোগান্তিতে সাধারণ মানুষ

সদর হাসপাতালে বন্ধ ডিজিটাল এক্স-রে

পুরুলিয়া: চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। জেলার মানুষদের চিকিৎসার অন্যতম ভরসাযোগ্য জায়গা এই হাসপাতাল। শুধু জেলা নয় ভিন জেলা তথা ভিনরাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসা করাতে আসেন এখানে। বিগত বেশ কিছুদিন ধরে ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ রয়েছে এই হাসপাতালে আর তাতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু রোগীদের। পুরুলিয়া শহরের মধ্যে অবস্থিত দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাস এছাড়া রয়েছে হাতোয়ারা ক্যাম্পাস।

আরও পড়ুন: কলকাতার জন্য বড় বিপদ, তলিয়ে যেতে পারে শহরের একাংশ! কলকাতা বাঁচাতে তৎপর পুরসভা

দুটি জায়গাতেই ব্যাহত হয়েছে ডিজিটাল এক্স-রে পরিষেবা। আর এতেই ভোগান্তি বাড়ছে রোগীদের। এ বিষয়ে এক্সে করাতে আসা রোগীরা বলেন, ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ থাকায় নানান সমস্যা হচ্ছে। তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ম্যানুয়ালি এক্স-রে হলেও সেখানে অনেকটাই ভিড় থাকছে। এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন, সদর ক্যাম্পাসে একটাই ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে।

আরও পড়ুন: ভারত-বিদ্বেষের ফলে নয়া সঙ্কটে বাংলাদেশ! ইউরোপে ঢোকা বন্ধ হতে পারে, মাথায় হাত বাংলাদেশিদের

এক্স-রে ফিল্ম না থাকার কারণে ডিজিটাল এক্স-রে পরিষেবা বন্ধ রয়েছে। যারা এর দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে চুক্তিপত্র ডিসেম্বর মাসেই শেষ হয়ে গিয়েছে। নতুন করে তারা টেন্ডার এখনও পায়নি তাই এই পরিষেবা ব্যাহত রয়েছে। বিষয়টি দফতরে উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। এই বিষয়গুলি কী ভাবে সমাধান করা যায় তার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। তবে ম্যানুয়াল এক্স-রে পরিষেবা চালু রয়েছে সদর ক্যাম্পাসে। সেখানে প্রতিদিন রোগীরা এক্স-রে করাতে পাচ্ছেন।

প্রতিদিন কাতারে কাতারে রোগীরা ভিড় জমান পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হাসপাতালে সদর ক্যাম্পাস জুড়ে চলছে শুধুমাত্র একটি ম্যানুয়াল এক্স-রে মেশিন। তারফলে চিকিৎসা পরিষেবা পেতে বিলম্ব হচ্ছে রোগীদের। এই সমস্যা কবে সমাধান হবে সেই আশায় রয়েছেন তারা।

Scroll to Top