Purulia News: গোটা গ্রামে ঢি ঢি পড়ে গেল! নতুন বউকে নিয়ে গরুর গাড়িতে অধ্যাপক

Purulia News: গোটা গ্রামে ঢি ঢি পড়ে গেল! নতুন বউকে নিয়ে গরুর গাড়িতে অধ্যাপক

Last Updated:

Purulia News: পালকিতে নয় নববধূ এল গরুর গাড়িতে চড়ে , চর্চায় অধ্যাপক!

X

Purulia News: গোটা গ্রামে ঢি ঢি পড়ে গেল! নতুন বউকে নিয়ে গরুর গাড়িতে অধ্যাপক

গরুর গাড়িতে বউ এল পুরুলিয়ায়

পুরুলিয়া: সোশ্যাল মিডিয়ার এই যুগে গায়ে হলুদ থেকে বধূবরণ সবকিছুতেই থাকে চমক। আর এবার এমনই চমক দেখা গেল জঙ্গলমহল পুরুলিয়া বান্দোয়ানে। পালকি বা মোটরবাইকে নয় নববধূ এল গরুর গাড়ি চড়ে। বান্দোয়ানের ধাদকা গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু মাঝি। পেশায় একজন অধ্যাপক তিনি। গরুর গাড়িতে করে জীবনসঙ্গীনিকে বাড়ি নিয়ে এসে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সময় যেমন বদলেছে তেমনি বদলেছে বিয়ের ধারা। দাদু-ঠাকুমাদের আমলে এই গরুর গাড়ি ছিল ভরসা সেই সময় গরুর গাড়িতে বর যেতেন বিয়ে করতে আর কনে আসত পালকিতে চড়ে।

এখন সেসব অতীত। কিন্তু অতীতের সেই সমস্ত জিনিস বর্তমান প্রজন্মের কাছে ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। আর তাইতো পুরুলিয়ার বান্দোয়ানের ছেলে কৃষ্ণেন্দু মাঝি নিজের বাবা, ঠাকুরদার দেখান পথেই বউ বাড়ি নিয়ে এলেন।

এ বিষয়ে পাত্র কৃষ্ণেন্দু মাঝি বলেন , তার বাবা ঠাকুরদা এইভাবেই বাড়িতে বউ এনেছিলেন। তাই তিনিও সেই রীতিকেই বজায় রাখলেন। নতুন প্রজন্মে দাঁড়িয়েও পুরনো ভাবধারাকে ধরে রাখতে চান তিনি। বউ নিয়ে বাড়ি ফিরছেন বর। চারিদিকে আনন্দে মেতে উঠেছে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবেরা।

আরও পড়ুন: Health Tips: অচেনা এই শাক শরীর থেকে নিংড়ে নেয় হাজার রোগ! আজই বাজার খুঁজে বাড়িতে আনুন, নাম জানেন?

ব্যান্ডপার্টি ও সানাই তালে সঙ্গে কোমর দোলাতে ব্যস্ত সকলে। কিন্তু সকলের নজর একদিকে। সুন্দর ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল একটি গরুর গাড়ি। সেই গরুর গাড়িতে চেপেই আসছেন নববধূ। আর এই দৃশ্য সকলেরই নজর কেড়েছে সকলের। অনুষ্ঠানে থাকা অতিথি থেকে গ্রামবাসীরা সকলেই এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে গরুর গাড়ি দেখা যায় না বললেই চলে। গ্রামে-গঞ্জে কিছু জায়গায় গরুর গাড়ি চললেও বেশিরভাগ ক্ষেত্রেই তা পণ্যবাহী গাড়িতেই পরিণত হয়েছে।

আরও পড়ুন: Kolkata High Court:রাজ্যের পর্নোগ্রাফি মামলা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, ফের ডিজি-র কাছে রিপোর্ট তলব

সেখানে দাঁড়িয়ে গরুর গাড়িতে বউ এনে তাক লাগিয়ে দিয়েছেন পুরুলিয়ার বান্দোয়ান কৃষ্ণেন্দু মাঝি।

\”আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে। ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। \” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই গান। আর এই গানের মতই চর্চায় পুরুলিয়ার বান্দোয়ানের অধ্যাপক। ‌

 শর্মিষ্ঠা ব্যানার্জি

Scroll to Top