Purulia News: আর নয় লালগড়ের পুনরাবৃত্তি, বাঘিনীর আগমনে আতঙ্কিত নয় বান্দোয়ানবাসী!

Purulia News: আর নয় লালগড়ের পুনরাবৃত্তি, বাঘিনীর আগমনে আতঙ্কিত নয় বান্দোয়ানবাসী!

Last Updated:

Purulia News: বাঘ থাকুক বাঘের মত, মানুষ রয়েছে মানুষের মত। আতঙ্কিত নয় বাঘ দেখার আনন্দে মজেছে বান্দোয়ানবাসীরা। ভয় নয় বরং এলাকাবাসীরা চাইছেন বাঘ যাতে সুস্থভাবে নিজের জায়গায় ফিরে যেতে পারে।

X

Purulia News: আর নয় লালগড়ের পুনরাবৃত্তি, বাঘিনীর আগমনে আতঙ্কিত নয় বান্দোয়ানবাসী!

লালগড়ের পুনরাবৃত্তি চায়না পুরুলিয়া

পুরুলিয়া: বাঘ থাকুক বাঘের মত, মানুষ রয়েছে মানুষের মত। আতঙ্কিত নয় বাঘ দেখার আনন্দে মজেছে বান্দোয়ানবাসীরা। ভয় নয় বরং এলাকাবাসীরা চাইছেন বাঘ যাতে সুস্থভাবে নিজের জায়গায় ফিরে যেতে পারে। ঝাড়গ্রাম ছেড়ে ইতিমধ্যেই বান্দোয়ানের রাইকা জঙ্গলে এসেছে রয়্যাল বেঙ্গল বাঘিনী জিনাত৷ ওড়িশার সীমানা পার করে ঝাড়গ্রাম লাগোয়া বেলপাহাড়ি জঙ্গল হয়ে তিন বছরের বাঘিনীটি পুরুলিয়ার রাইকা পাহাড়ে। মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে বান্দোয়ান সংলগ্ন এলাকায়।

প্রচার চালাচ্ছে বনদফতর৷ তবু আতঙ্ক নয় বাঘ দেখতে ভিড় করছেন অনেকে। তৎপর রয়েছে বনকর্মীরা। ‌২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে লালগড়ে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক। হঠাৎ করেই এলাকায় বাঘ ঢুকে পড়েছিল সেই সময়। ২ মার্চ লালগড়ে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল বাঘের ছবি। বাস্তবে আতঙ্কই সত্যি হয়েছিল লালগড়বাসীদের। কিন্তু কয়েক দিন পরেই জঙ্গলে পিটিয়ে মারা হয় বাঘটিকে।

সেই ঘটনায় বড়সড় বিতর্কের মুখে পড়েছিলেন ঝাড়গ্রামের বনাধিকারিকরা। ঘটনায় অতিক্রান্ত হয়েছে পাঁচ পাঁচটা বছর। ঝাড়গ্রাম পেরিয়ে পুরুলিয়ার বান্দোয়ানী ঢুকে পড়েছে বাঘিনী জিনাত। তার আতঙ্কের চেয়ে বাঘিনীর সুরক্ষায় চাইছে বান্দোয়ান এলাকার মানুষ।

আরও পড়ুনঃ IND vs AUS: একের পর এক ঝটকা! চতুর্থ টেস্টের আগে জোড়া ধাক্কায় জেরবার ভারত! কী হল আবার

বান্দোয়ানে বাঘিনীর আগমনে এক প্রকার আতঙ্ক যেমন আছে তেমনি রয়েছে খুশির আমেজ। বাঘিনী দেখতে ভিড় করছেন অনেকে। আর তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হচ্ছে বনদফতরের পক্ষ থেকে। বাঘিনী দেখার আনন্দে মজেছে বান্দোয়ানবাসী।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Scroll to Top