Purulia Housewife Murder: সম্পর্ক রাখতে চাপ প্রেমিকার, বাড়িতে একা পেয়েই…রঘুনাথপুরে গৃহবধূ খুনের কিনারা, সুরাত থেকে ধৃত প্রেমিক!

Purulia Housewife Murder: সম্পর্ক রাখতে চাপ প্রেমিকার, বাড়িতে একা পেয়েই…রঘুনাথপুরে গৃহবধূ খুনের কিনারা, সুরাত থেকে ধৃত প্রেমিক!

Last Updated:

News18Purulia Housewife Murder: সম্পর্ক রাখতে চাপ প্রেমিকার, বাড়িতে একা পেয়েই…রঘুনাথপুরে গৃহবধূ খুনের কিনারা, সুরাত থেকে ধৃত প্রেমিক!
News18

ইন্দ্রজিৎ মণ্ডল, রঘুনাথপুর: পুরুলিয়ায় ভাডা় বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার গলার নলি কাটা দেহ৷ সেই হত্যাকাণ্ডের ঘটনায় গুজরাতের সুরাত থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই ওই মহিলাকে খুন করে অর্জুন ঘোষ নামে ওই যুবক৷

গত ১৮ মে রঘুনাথপুরের ভাড়া বাড়ি থেকে ৩২ বছর বয়সি এক গৃহবধূর দেহ উদ্ধার হয়৷ পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন৷ স্বামীর সঙ্গেই ওই বাড়িতে ভাড়া থাকতেন গৃহবধূ৷ ঘটনার দিন মহিলার স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর তিনি একাই বাড়িতে ছিলেন৷ সেই সুযোগেই তাঁকে খুন করা হয়৷

তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, মহিলার পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে৷ তদন্তের সূত্রে উঠে আসে অর্জুন ঘোষ নামে এক যুবকের খোঁজ পায় পুলিশ৷ তাঁর বাড়ি মুর্শিবাদে হলেও ব্যবসার কারণে দুর্গাপুরে থাকত সে৷ দুর্গাপুরে থাকাকালীনই ওই গৃহবধূর সঙ্গে আলাপ হয় অর্জনের৷ দু জনেই বিবাহিত হলেও তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল৷

পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূ স্বামীর সঙ্গে রঘুনাথপুরে চলে এলেও অর্জুনের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর৷ যদিও অর্জুনের পরিবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তাঁকে চাপ দিতে শুরু করে৷ তদন্তকারীদের দাবি, অর্জুন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইলেও রাজি হচ্ছিলেন না ওই গৃহবধূ৷ তিনি উল্টে অর্জুনকে পরিবার ছেড়ে তাঁর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চাপ দিচ্ছিলেন৷ এর পরই প্রেমিকাকে খুনের সিদ্ধান্ত নেয় অর্জুন৷

জেরায় অর্জুন স্বীকার করেছে, এর আগেও অর্জুন ওই গৃহবধূকে খুনের চেষ্টা করে৷ খুনের উদ্দেশ্যে একবার তাঁকে জয়চণ্ডী পাহাড়ে ডেকেও শেষ পর্যন্ত প্রেমিকাকে খুন করতে পারেনি সে৷ শেষ পর্যন্ত গত ১৮ তারিখে ওই গৃহবধূর ভাড়া বাড়িতে তাঁকে একা পেয়ে প্রথমে গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং তার পর গলার নলি কেটে তাঁকে খুন করে ওই যুবক৷

তদন্তকারীরা জানতে পারেন, অর্জুন গুজরাতের সুরাতে গা ঢাকা দিয়েছে৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়৷ ধৃতকে আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Purulia Housewife Murder: সম্পর্ক রাখতে চাপ প্রেমিকার, বাড়িতে একা পেয়েই…রঘুনাথপুরে গৃহবধূ খুনের কিনারা, সুরাত থেকে ধৃত প্রেমিক!

Scroll to Top