Last Updated:
রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের

পূর্ব বর্ধমান: রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের। পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত গৌড়ডাঙা গ্রাম। এই গ্রামের একাধিক মহিলা বহু বছর ধরে রাখি তৈরি করেন। জানা গিয়েছে, গৌরডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়া মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি মহিলা এই শিল্পের সঙ্গে যুক্ত। সংসার সামলানোর পরেও তাঁরা প্রত্যেকেই রাখি তৈরি করেন। গৌড়ডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়ার প্রায় সব বাড়িতেই চলে রাখি তৈরির কাজ। বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের হাতে রাখি তৈরির দৃশ্য।
জানা গিয়েছে, গৌড়ডাঙা গ্রামের মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত। রাখি শিল্পী রাসমণি পাল বলেন, “বাড়িতে বসে থাকার চেয়ে এই কাজ অনেক ভাল। আমাদের বেশ কিছু টাকা উপার্জনও হয়। আমরা কালনা থেকে এই রাখি নিয়ে আসি। আবার তৈরি হয়ে গেলে কালনাতেই দিয়ে আসি।”
রাখি তৈরি করে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন গৌড়ডাঙা গ্রামের মহিলারা। রাখি তৈরির টাকা দিয়েই অল্প অল্প করে তাঁরা সাজিয়ে তুলেছেন সংসার। রাখি শিল্পী চন্দনা পাল বলেন, “আমরা আগে বাড়ির কাজকর্ম, গরু-ছাগল নিয়েই ব্যস্ত থাকতাম। এখন ফাঁকা সময়ে রাখি বানাই। এর থেকে কিছু উপার্জনও হয়। নিজের পছন্দমতো জিনিস কিনতে পারি। হাত খরচের টাকা উঠে আসে।”
সারাবছরই এই রাখি তৈরির কাজ হয় বলে জানিয়েছেন শিল্পীরা। গত ১৫ বছর ধরে গৌড়ডাঙা গ্রামের মহিলাদের প্রিয় সঙ্গী রাখি।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
April 06, 2025 7:55 PM IST
Money Making Courses: ক্লাস ১২ পাস করেই রোজগার করতে চান? কোন কোর্সগুলো করলে মাসে মোটা টাকা আয়? জানাচ্ছেন বিশেষজ্ঞ