
এদিকে, এসএসসি চাকরি বাতিল মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বলেন, ”আপনাদের টার্মিনেট কেউ করেনি। আপনাদের কাজ করতে কেউ বারণ করেছে? যান বাচ্চাদের শিক্ষা দিন। ধরুন ওরা না করে দিল, আমরা তখন শিক্ষা দফতরকে বলব, বিকল্প ব্যবস্থা করব। আপনারা যাতে চাকরি ফেরত পান, সেই ব্যবস্থা দুই মাসেই করা হবে।”