06

*ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপনঃ পুরানো বা ক্ষতিগ্রস্থ কুকার ব্যবহার করা উচিত নয়। যদি বেস আঁকাবাঁকা হয়, হ্যান্ডল আলগা হয়, যদি ঢাকনাটি আটকে থাকে, যদি ভালভগুলি পুরনো হয়ে যায়, তবে এটি অবিলম্বে প্রতিস্থাপন করা উচিত। খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়। ফোলে তাতে খরচও খুব বেশি হয় না।