Last Updated:
Pratul Mukherjee Health Update: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ গুরুতর অসুস্থ গায়ক প্রতুল মুখোপাধ্যায়৷ প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়৷ আপাতত তাঁকে কড়া নজরে রাখা হয়েছে।
![Pratul Mukherjee Health Update: চলছে মরণ-বাঁচন লড়াই! অবস্থা চরম সঙ্কটে! CCU-তে এখনও সংজ্ঞাহীন প্রতুল মুখোপাধ্যায় Pratul Mukherjee Health Update: চলছে মরণ-বাঁচন লড়াই! অবস্থা চরম সঙ্কটে! CCU-তে এখনও সংজ্ঞাহীন প্রতুল মুখোপাধ্যায়](https://images.news18.com/static-bengali/uploads/2025/02/FotoJet-2025-02-11T123230.318-2025-02-f8e06e7ad660a41d98ece8d13f999a7e.jpg?impolicy=website&width=415&height=270)
কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ গুরুতর অসুস্থ গায়ক প্রতুল মুখোপাধ্যায়৷ এসএসকেএম হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় তাকে ৷ জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসকেএম-এ ভর্তি হন প্রবীণ গায়ক৷ নাক দিয়ে রক্ত পড়ছিল তাঁর৷
অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল।
এখন কেমন আছেন স্বনামধন্য গায়ক৷ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে রয়েছে অ্যান্টিবায়োটিক এলার্জি সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। সোমবার বিধানসভা থেকেই ফোনে তাঁর শারীরিক অবস্থায় খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
গত ১৫ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যান তাঁকে৷ সেই সময় মুখ্যমন্ত্রীকে তাঁর পছন্দের ‘আমি বাংলায় গান গাই’ গানটি শোনান গায়ক৷ কিছুদিন আগে তাঁর অন্ত্রের অপারেশন হয়৷ এরপরই হার্ট অ্যাটাক হয়৷ অন্যদিকে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে৷ এই মুহূর্তে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ সেখানেই গায়কের চিকিৎসা চলছে৷
প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়৷ আপাতত তাঁকে কড়া নজরে রাখা হয়েছে। অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। এসএসকেএম মেন ব্লকের সিসিইউ-তে চিকিৎসকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন গায়ক। অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
Kolkata,West Bengal
February 11, 2025 12:36 PM IST
Arijit Singh and Ed Sheeran: পৃথিবী কাঁপানো সঙ্গীত শিল্পীকে চাপিয়ে নিলেন বাইকের ব্যাকসিটে, অরিজিৎ ঘুরিয়ে দেখালেন এই জায়গা