PM Narendra Modi: অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে! ‘জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী!’ সংঘাত আবহে যা জানালেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi: অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে! ‘জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী!’ সংঘাত আবহে যা জানালেন প্রধানমন্ত্রী

Last Updated:

প্রধানমন্ত্রী জানান, ‘স্ত্রী, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে!’

Prime Minister Narendra Modi addresses the Nation following Operation Sindoor. (IMAGE: PTI)
PM Narendra Modi: অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে! ‘জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী!’ সংঘাত আবহে যা জানালেন প্রধানমন্ত্রী
Prime Minister Narendra Modi addresses the Nation following Operation Sindoor. (IMAGE: PTI)

নয়াদিল্লি: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা, তার ১৫ দিনের মাথায় ৭ মে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ এবং তারপরে দুই দেশের সংঘাত আবহে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানান, ‘স্ত্রী, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে!’

তিনি আরও জানান, ‘৬ মে-র গভীর রাতে এবং ৭ মে সকালে এই প্রতিজ্ঞাকে পরিণামে বদলে যেতে দেখেছেন৷ ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ শিবিরে বড়সড় হামলা চালায়৷ এত বড় আক্রমণ নেমে আসবে, তা সন্ত্রাসবাদীরা ভাবতে পারেনি৷ রাষ্ট্র, দেশ সবার আগে। তাই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়৷ ভারতীয় মিসাইল ড্রোন যখন আছড়ে পড়ল তখন শুধু জঙ্গিরা নয়, পাকিস্তানও কেঁপে গিয়েছিল৷ দুনিয়ার যেখানে যেখানে যত বড় বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তা সে ৯/১১ হামলা হোক, লন্ডনের টিউব হামলা হোক বা ভারতের বুকে ঘটে চলা একের পর এক জঙ্গি হামলা- প্রত্যেকটির ঘটনার সূত্র কোনও না কোনও ভাবে সন্ত্রাসবাদের এই ঠিকানাগুলির সঙ্গে জোড়া ছিল৷ সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছে, তাই ভারত এই সমস্ত জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে৷ একশোর বেশি কুখ্যাত জঙ্গিদের নিকেশ করা হয়েছে৷’

বাংলা খবর/ খবর/দেশ/

PM Narendra Modi: অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে! ‘জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী!’ সংঘাত আবহে যা জানালেন প্রধানমন্ত্রী

Scroll to Top