Last Updated:
দমকল বিভাগের সহপ্রধান বলেন, ‘‘রাস্তায় আছড়ে পড়ার সময় জেট ফুয়েল পড়ে যাওয়ার সাথে সাথে রাস্তার উভয় পাশে থাকা প্রতিটি গাড়ি পুড়ে যায়’’

আমেরিকা: ভয়ঙ্কর ঘটনা৷ শহরের রাস্তায় আছড়ে পড়ল আকাশের বিমান৷ দাউ দাউ করে আগুন ধরে গেল রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে৷ বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় ভেঙে পড়ে এই ব্যক্তিগত যাত্রিবাহী বিমানটি৷ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ সাংবাদিক বৈঠকে স্থানীয় দমকল বিভাগের সহকারী প্রধান ড্যান এডি জানিয়েছেন, বিমানটি কোনও বিদ্যুৎবাহী তারকে ধাক্কা মেরেছিল হয়ত, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সান দিয়েগো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে সম্ভবত ৮-১০ জন আরোহী ছিলেন৷ তবে সঠিক সংখ্যাটা এখনও অজানা। দুর্ঘটনার বিষয়ে অবশ্য খোলাখুলি ভাবে কিছু বলতে চাননি কর্মকর্তারা৷ জানিয়েছেন যে, বিমানটি মধ্য-পশ্চিম দিক থেকে আসছিল৷
দমকল বিভাগের সহপ্রধান বলেন, ‘‘রাস্তায় আছড়ে পড়ার সময় জেট ফুয়েল পড়ে যাওয়ার সাথে সাথে রাস্তার উভয় পাশে থাকা প্রতিটি গাড়ি পুড়ে যায়’’
ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে, স্থানীয় সময় ভোর ৩.৪৫ মিনিটে একটি Cessna 550 ভেঙে পড়ে। এলাকাটি মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে অবস্থিত।
New Delhi,Delhi
May 22, 2025 11:16 PM IST