PK Banerjee’s House: জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার… পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?

PK Banerjee’s House: জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার… পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?

Last Updated:

PK Banerjee’s House: প্রাক্তন ফুটবলার পিকে বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে খুনের ঘটনায় এবার একটি গাড়ি সিজ করল পুলিশ। সেই গাড়িতে স্টিকার লাগানো প্রসূন বন্দ‍্যোপাধ‍্যায়ের।

জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার... পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?PK Banerjee’s House: জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার… পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?
জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার… পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?

কলকাতা: প্রাক্তন ফুটবলার পিকে বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে খুনের ঘটনায় এবার একটি গাড়ি সিজ করল পুলিশ। সেই গাড়িতে স্টিকার লাগানো প্রসূন বন্দ‍্যোপাধ‍্যায়ের। ঘটনার দিন বাড়িতেই উপস্থিত ছিলেন পিকের কন‍্যা পলা। এই ঘটনা সম্পর্কে কী জানালেন তিনি?

পিকের কন‍্যা পলা ঘটনা প্রসঙ্গে জানালেন, তিনি এই ঘটনায় শোকাহত। পাশাপাশি ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন, জানিয়েছেন পলা। পিকের বাড়িতে খুন হওয়া কেয়ারটেকারকে খুনের ঘটনায় প্রসূন বন্দ‍্যোপাধ‍্যায়ের নামের স্টিকার দেওয়া গাড়ি সিজ করল পুলিশ।

সূত্রের খবর, ছুরিকাহত হওয়ার পর ওই গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেয়ারটেকার গোপীনাথ মুহুরীকে। ঘটনার পর কারা কারা এই গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: শুক্রের উদয়ে পাল্টে যাবে ভাগ‍্যের মোড়! সুখ-সমৃদ্ধির বন‍্যা, টাকার বৃষ্টি ৩ রাশির জীবনে

কিছুদিন আগেই পিকের বাড়ি থেকে চুরি যায় ৫০০০ টাকা। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বাড়ির দায়িত্বে থাকা পাঁচজন কেয়ারটেকারকে। মদের আসরে টাকা গায়েব নিয়ে ঝগড়া এবং হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে রাতে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে যাওয়ার পর রান্নাঘরেই বসেছিল মদের আসর। সেখানেই টাকার প্রসঙ্গ উঠতেই পরিচারকদের মধ্যে বাঁধে।

এই বচসাই পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছায়। কেয়ারটেকার গোপীনাথ মুহুরীর সঙ্গে ড্রাইভার বরুণ ঘোষের বাকবিতণ্ডা চরমে পৌঁছালে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোপীনাথকে এলোপাথাড়ি কোপায় বরুন বলেই অভিযোগ। অভিযোগ, ছুরি দিয়ে গোপীনাথের বুকে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন ওই পরিচালক। এরপরই চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: নায়ক কাজলের কাকা, নায়িকা করিনার মাসি! ধর্মেন্দ্রকে ‘রিপ্লেস’ করে ডেবিউ ছবিতেই সুপারহিট? চেনেন বলিউডের এই অভিনেতা-অভিনেত্রীকে?

ঘটনার খবর পেয়েই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে অভিযুক্ত বরুণ ঘোষকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে পেশ করা হয় পুলিশে হেফাজতের আবেদন চেয়ে। তবে কেন এমন ঘটনা ঘটল! টাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ব্যানার্জি পরিবারের সদস্যদের সঙ্গে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃত গোপীনাথ মুহুরীর বাড়ি উদয়নারায়নপুর বলে জানা গিয়েছে। ওই বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

PK Banerjee’s House: জ্বলজ্বল করছে প্রয়াত প্রাক্তন ফুটবলারের নামের স্টিকার… পুলিশ সিজ করল গাড়ি! ঘনাচ্ছে রহস্য, কেয়ারটেকার খুনে কী জানালেন পিকে-কন‍্যা?

Next Article

New Town Police Station Incident: নাম কী, দুই যুবককে প্রশ্ন মহিলা অফিসারের! নিউ টাউন থানায় এর পর যা ঘটল, চমকে উঠলেন পুলিশ কর্মীরা

Scroll to Top