Physical Assault: ৫৭-র প্রৌঢ়াকেও ছাড়ল না…! মাঠের কোণায় টেনে হিচড়ে নিয়ে যা করল ২৪-র যুবক, হাসপাতালে নিয়ে যেতেই…

Physical Assault: ৫৭-র প্রৌঢ়াকেও ছাড়ল না…! মাঠের কোণায় টেনে হিচড়ে নিয়ে যা করল ২৪-র যুবক, হাসপাতালে নিয়ে যেতেই…

Last Updated:

Physical Assault: ৫৭ বছরের প্রৌঢ়াকে ধর্ষণ, গুরুতর অসুস্থ বৃদ্ধা, বাঁকুড়ার ছাতনায় গ্রেফতার অভিযুক্ত যুবক।

তিনি লেখেন, “আমাকে কুকুরের মতো মারা হত। স্বামী এমন সব যৌন আচরণে বাধ্য করতো, যা সে পর্নোগ্রাফি থেকে শিখেছে। সাত মাসের গর্ভবতী অবস্থাতেও আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়, না খাইয়ে রাখা হয়।”Physical Assault: ৫৭-র প্রৌঢ়াকেও ছাড়ল না…! মাঠের কোণায় টেনে হিচড়ে নিয়ে যা করল ২৪-র যুবক, হাসপাতালে নিয়ে যেতেই…
তিনি লেখেন, “আমাকে কুকুরের মতো মারা হত। স্বামী এমন সব যৌন আচরণে বাধ্য করতো, যা সে পর্নোগ্রাফি থেকে শিখেছে। সাত মাসের গর্ভবতী অবস্থাতেও আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়, না খাইয়ে রাখা হয়।”

বাঁকুড়া: ৫৭ বছরের এক প্রৌঢ়াকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে ঘটনার লিখিত অভিযোগ পেতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে গত ৩ অগাষ্ট দুপুরে গ্রাম লাগোয়া মাঠে ছাগল চরাতে যান ৫৭ বছর বয়সী এক প্রৌঢ়া। অভিযোগ সেই সময় স্থানীয় সুজিত বাউরি ওরফে সানি নামের বছর ২৪-এর এক যুবক প্রৌঢ়াকে মাঠের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়া।

বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ প্রৌঢ়াকে প্রথমে স্থানীয় ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। গতকাল সন্ধ্যায় প্রৌঢ়ার পরিবারের তরফে সুজিত বাউরী ওরফে সানি নামের ওই যুবকের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাতনা থানায়।

অভিযোগ পেতেই তদন্তে নেমে যুবককে গ্রাম থেকেই গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত যুবক।

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Physical Assault: ৫৭-র প্রৌঢ়াকেও ছাড়ল না…! মাঠের কোণায় টেনে হিচড়ে নিয়ে যা করল ২৪-র যুবক, হাসপাতালে নিয়ে যেতেই…

Scroll to Top