03
*তোমাকে কুড়িয়ে এনেছিলামঃ এই কথাটি সব শিশুকেই কম-বেশি শুনতে হয়। ভাইবোনের সঙ্গে বা বাবা-মায়ের চেহারা বা স্বভাবে বা চেহারায় তেমন মিল না থাকলে কিংবা শিশুর কোনও আচরণ পছন্দ না হলেই মা-বাবা বলেন, তোমাকে কুড়িয়ে এনেছিলাম। কিংবা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। মা-বাবা হয়তো ভাবেন এটা বললে শিশু ভয় পাবে, ফলে তাদের মনমতো কাজ করবে। কিন্তু ছোট্ট শিশুর মনে এই কথার সাঙ্ঘাতিক প্রভাব পড়তে পারে। ১১ বছর বয়স পর্যন্ত একটি শিশুর আনুষ্ঠানিক চিন্তার প্রক্রিয়া বা ‘ফরমাল থট’ তৈরি হয় না। কথার যে অন্য অর্থ থাকতে পারে, সেটা সে বোঝে না। ফলে মা-বাবা যখন বলছেন, তোমাকে কুড়িয়ে এনেছি, তখন সেটাকেই সত্যি ভেবে নেয়। সে মনে করতে পারে, সে পরিবারের কেউ নয়। এ জন্য তার ভালবাসা কম। বকলেও এই ভাবনা মাথায় চলতে থাকে। সংগৃহীত ছবি।