Pakistani Spy: ধৃত সিআরপিএফ জওয়ানের সূত্র ধরেই…শহরে আরও ২ পাক গুপ্তচর! মারাত্মক অভিযোগ

Pakistani Spy: ধৃত সিআরপিএফ জওয়ানের সূত্র ধরেই…শহরে আরও ২ পাক গুপ্তচর! মারাত্মক অভিযোগ

Last Updated:

Pakistani Spy: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে

News18Pakistani Spy: ধৃত সিআরপিএফ জওয়ানের সূত্র ধরেই…শহরে আরও ২ পাক গুপ্তচর! মারাত্মক অভিযোগ
News18

কলকাতা: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে। এবার মোতিরাম জাঠের সূত্র ধরেই এনআইএ-এর নজরে আরও একাধিক সন্দেহভাজন। লেনদেনের সূত্র ধরেই কলকাতার দু’জনকে তলব করল এনআইএ-এ।

লেনদেনের সূত্র ধরেই কলকাতার আরও দু’জনকে তলব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। নজরে মহম্মদ মাসুদ ও মহম্মদ ওয়াকিল নামে দুই ব‍্যক্তি। মহম্মদ মাসুদ আলম মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। যিনি অ‍্যাপের মাধ‍্যমে অন লাইনে তিন বার টাকা পাঠিয়েছেন।

সূত্রের খবর, বন্দর এলাকার মহম্মদ ইজাজ নামে ওই ব্যক্তির সঙ্গে সন্দেহভাজন অ‍্যাকাউন্টে আর্থিক লেনদেন। সেই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে ধৃত সিআরপিএফ জওয়ানের লিঙ্ক পেয়েছে এনআইএ। নজরে পার্ক সার্কাস এলাকার আরও এক ব্যক্তি মহম্মদ ওয়াকিল। তাকেও ইতিমধ‍্যে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।

এনআইএ সূত্রে খবর, ধৃত সিআরপিএফ জওয়ানের সঙ্গে এক ব‍্যক্তির একাধিক বার হোয়াটসঅ‍্যাপে যোগাযোগ। ওই ব‍্যক্তির সঙ্গে ওয়াকিলের যোগাযোগ রয়েছে।

Scroll to Top