Last Updated:
গোয়েন্দা সূত্রে জানা যায়, হামলা চালাতে জোড়া প্ল্যান লস্কর জঙ্গির। হামলা চালাতে PLAN A, PLAN B ছিল জঙ্গিদের। সহিস জঙ্গির খচ্চর ভাড়া করতে গিয়ে সন্দেহ হয় মহিলা পর্যটক একতা তেওয়ারির।খচ্চর ভাড়া নিয়ে কথার সময় ফোন আসে জঙ্গির। মোজা থেকে ফোন বার করায় সন্দেহ হয়

পহেলগাঁও, কাশ্মীর: মঙ্গলবার দুপুরে জঙ্গিহানা। একের পর এক পর্যটকের মৃত্যু। বৈসরন এখন যেন শোকে পাথর। পিকনিক স্পটে মোতায়েন রয়েছে বাহিনী। পাশের পাইন জঙ্গলে চলছে কড়া নজরদারি! এরমধ্যেই পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনায় বড় তথ্য হাতে পেল তদন্তকারী সংস্থা।
গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ে হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি। মহিলা পর্যটকের মোবাইলে ফৌজির ছবি। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ফৌজির স্কেচ বানায় পুলিশ। আসিফ ফৌজির ছবিও প্রকাশ করে পুলিশ। খচ্চরের সহিস সেজে নজরদারি জঙ্গির। গোয়েন্দা সূত্রে জানা যায়, হামলা চালাতে জোড়া প্ল্যান লস্কর জঙ্গির। হামলা চালাতে PLAN A, PLAN B ছিল জঙ্গিদের। সহিস জঙ্গির খচ্চর ভাড়া করতে গিয়ে সন্দেহ হয় মহিলা পর্যটক একতা তেওয়ারির। খচ্চর ভাড়া নিয়ে কথার সময় ফোন আসে জঙ্গির। মোজা থেকে ফোন বার করায় সন্দেহ হয় । পর্যটকদের ধর্ম নিয়েও প্রশ্ন লস্কর জঙ্গির, এমনই চাঞ্চল্যকর দাবি পর্যটক একতা তিওয়ারির। একতার মোবাইলে জঙ্গি আসিফের ছবি।
পহেলগাঁওতে যখন গুলি চালানোর ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন আসিফ ফৌজি। আসিফের ছবি উঠেছে একতা তেওয়ারি বলে এক পর্যটকের মোবাইলে। সেদিনের যে ঘটনার বর্ণনা একতা দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, খচ্চরের সহিস হিসাবে সকলকে পরিচয় দিচ্ছিল আসিফ। একতার কাছে জানতে চাওয়া হয়, তারা কোথা থেকে এসেছেন? কতজন সঙ্গে আছে? একতা জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর পদবী জানতে চায়। এই কথোপকথনের মাঝেই আসে এক ফোন। সেই ফোনের কথোপকথন শুনে ফেলেন একতা যা রোমহর্ষক।
কী শুনেছিলেন একতা? জানা যায়, ‘প্ল্যান বি’, ‘বক্স’ এই সব কথা তাঁর কানে আসে। তার পরেই তিনি তাঁর স্বামীকে বলেন, যেভাবেই হোক আসিফের একটা ছবি তুলতে। সেই ছবির সূত্রেই আসিফ ফৌজির নাম নিয়ে চর্চা। এই ছবিই আপাতত তদন্তকারী সংস্থার নজরে। বুধবার আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহারের স্কেচ প্রকাশ করা হয়। তিন সন্ত্রাসীর কোড নামও ছিল — মুসা, ইউনুস এবং আসিফ। জানা যাচ্ছে, আসিফের স্কেচের সঙ্গে মিলেছে একতার মোবাইলে তোলা আসিফের ছবি।
গোয়েন্দা সংস্থার অনুমান, এই হামলার মূল চক্রী সইফুল্লা কাসুরি ওরফে সইফুল্লা খালিদ। অন্যদিকে টিআরএফ-এর নেতৃত্বে ছিল আসিফ ফৌজি। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায়। তারপর থেকেই জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকে বলে নানা মহলের অভিযোগ। ৩৭০ ধারা বাতিলের পরই তৈরি হয় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই জঙ্গি পাকিস্তানি ভাষা পশতু-তে কথা বলছিল। আর দু’জন বিজভেরা ও ত্রালের স্থানীয় বলে জানা গিয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, মুজফফরাবাদ ও করাচির সেফ হাউসগুলিতে হামলাকারীদের ডিজিটাল ফুটপ্রিন্টের হদিশ মিলেছে। যার থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসী যোগসূত্র নিশ্চিত। সূত্রের খবর, আক্রমণকারী জঙ্গিদের মাথায় হেলমেট-মাউন্ট ক্যামেরা ছিল। সম্ভবত পর্যটকদের হত্যাকাণ্ড রেকর্ড করে তাদের সহযোগী সন্ত্রাসবাদীদের কাছে ফুটেজ পাঠানোর জন্যই তা ব্যবহার করা হয়েছিল।
Kolkata,West Bengal
April 24, 2025 7:35 PM IST
Mukesh Ambani: ‘ সন্ত্রাসবাদ মানবতার শত্রু, মুম্বইয়ে রিলায়েন্সের হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা’,শোকার্ত মুকেশ আম্বানি