Last Updated:
Operation Sindoor: সাংবাদিক বৈঠক করলেন ভারতের তিন সেনাপ্রধান, রাজীব ঘাই, এ.কে ভারতী এবং এ. প্রমোদ।

নয়াদিল্লি: সাংবাদিক বৈঠক করলেন ভারতের তিন সেনাপ্রধান, রাজীব ঘাই, এ.কে ভারতী এবং এ. প্রমোদ। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই স্পষ্ট করে দিলেন শেষ হয়ে যায়নি অপারেশন। পাশাপাশি জেনারেল রাজীব ঘাই আরও জানান, বর্তমানে যে পরিস্থিতি চলছে তা যুদ্ধের চেয়ে কোনও অংশে কম নয়।
ডিজিএমও স্পষ্টভাবে জানান, ‘‘যেটা চলছে সেটা ঘোষিত যুদ্ধের চেয়ে কম নয়। জঙ্গিদের মত অনুপ্রবেশ করতে চাইছে। রোজ ড্রোন আক্রমণের চেষ্টা করছে। রোজ গোলাবর্ষণ করছে। লক্ষ্য করছে আমাদের নাগরিক ও সেনা ক্যাম্পকে। এগুলো রোজ রোজ হয় না। এগুলো যুদ্ধের সময়ে হয়।’’
পাশাপাশি পাকিস্তানের বিমান ধ্বংস করেছে ভারত, জানিয়ে দিলেন বায়ু সেনা প্রধান এ.কে ভারতী। ‘‘ওদের একাধিক বিমানকে নামানো হয়েছে। সংখ্যা এখানে জানাব না। হাইটেক বিমান ওদের ধ্বংস করা হয়েছে’’, জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি তিনি জানালেন, ‘‘সিকিউরিটি রিভিউ করেছেন সেনা প্রধান। সীমান্তে হামলা পুনরায় করলে পাল্টা আক্রমণ হবে। সেনাকে বলে দেওয়া হয়েছে’’।
Kolkata,West Bengal