Last Updated:
Operation Mahadev: ভারতীয় সেনার জয়জয়কার , সফল অপারেশন মহাদেব…

নয়াদিল্লি: শ্রীনগর জেলার উপকণ্ঠে অবস্থিত লিদওয়াসের জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মহাদেব’।
সূত্রের খবর, লিদওয়াস এলাকার ঘন জঙ্গলে চারজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনাবাহিনী।
ধারণা করা হচ্ছে যে এই নিহত সন্ত্রাসবাদীদের পহেলগাম জঙ্গি হামলার সঙ্গে কোনও যোগসূত্র থাকতে পারে। আসলে, কয়েকদিন আগে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দুজনকে গ্রেফতার করেছিল, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান চালায়।
২২ এপ্রিল, সন্ত্রাসীরা পাহেলগামের বৈসরান উপত্যকায় আক্রমণ করে। এই সন্ত্রাসীরা পর্যটকদের তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপর তাদের গুলি করে। এই আক্রমণে ২৬ জন পর্যটক প্রাণ হারান, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার দায় প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) দাবি করেছিল, যা পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি ফ্রন্ট বলে মনে করা হয়। তবে পরে তারা এই হামলায় কোনও জড়িত থাকার কথা অস্বীকার করে।
এখনও পর্যন্ত অভিযানে তিনজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে, অন্য একজনের খোঁজে তল্লাশি চলছে। তবে, এই এনকাউন্টার সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
Kolkata,West Bengal
July 28, 2025 1:49 PM IST