Offbeat News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে মেয়ে জামাই…জামাইয়ের দিকে এগিয়ে এল পুলিশের হাতকড়া…সবটা জানলে কেঁপে উঠবেন

Offbeat News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে মেয়ে জামাই…জামাইয়ের দিকে এগিয়ে এল পুলিশের হাতকড়া…সবটা জানলে কেঁপে উঠবেন

Last Updated:

Offbeat News: বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিল জামাই৷ কিন্তু সেখানেই ছন্দপতন৷ হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশ৷ নতুন জামাইয়ের হাতে হাতকড়া পরিয়ে তোলা হল পুলিশের গাড়িতে৷ নিয়ে যাওয়া হল শ্রীঘরে৷

নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার জামাইOffbeat News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে মেয়ে জামাই…জামাইয়ের দিকে এগিয়ে এল পুলিশের হাতকড়া…সবটা জানলে কেঁপে উঠবেন
নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার জামাই

মালদহ, জিএম মোমিন: বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিলেন জামাই৷ কিন্তু সেখানেই ছন্দোপতন৷ হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশ৷ নতুন জামাইয়ের হাতে হাতকড়া পরিয়ে তোলা হল পুলিশের গাড়িতে৷ নিয়ে যাওয়া হল শ্রীঘরে৷ ততক্ষণে গোটা ঘটনা জানা হয়ে গিয়েছে নববধূর পরিবারের সদস্যদের৷ জামাই ধর্ষণের আসামি৷ তাঁর বিরুদ্ধে গত ২৩ জুলাই এক মহিলা মালদহ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

বাংলা খবর/ খবর/মালদহ/

Offbeat News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে মেয়ে জামাই…জামাইয়ের দিকে এগিয়ে এল পুলিশের হাতকড়া…সবটা জানলে কেঁপে উঠবেন

Scroll to Top