North Dinajpur News: রোজ-ডে তে প্রেমিকাকে উপহার দিন টব সমেত বোতাম গোলাপের চারা! থেকে ‌যাবে আজীবন

North Dinajpur News: রোজ-ডে তে প্রেমিকাকে উপহার দিন টব সমেত বোতাম গোলাপের চারা! থেকে ‌যাবে আজীবন

Last Updated:

মাত্র ১০০ টাকায় পাবেন এই বোতাম গোলাপের চারা

X

North Dinajpur News: রোজ-ডে তে প্রেমিকাকে উপহার দিন টব সমেত বোতাম গোলাপের চারা! থেকে ‌যাবে আজীবন

বোতাম গোলাপ

উত্তর দিনাজপুর: ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে রোজ-ডে। হাতে এক তোড়া লাল গোলাপ নিয়ে প্রেমিকার কাছে এসে মুচকি হেসে প্রেম নিবেদন করতে এদিন অনেক প্রেমিক অপেক্ষায় থাকেন। তবে এই প্রেম দিবসে গোলাপ নয়, এবারে ফুল সমেত গোলাপের চারা নিবেদন করুন নিজের প্রেমিকাকে।

গোলাপ দিয়ে প্রেম নিবেদন তো অনেক হয়েছে এবার একটু নতুনত্ব আনতে বেছে নিতে পারেন ফুল সমেত গোলাপের চারা। এই ভ্যালেন্টাইন্স উইকে আপনার মনের মানুষকে উপহার হিসেবে দিতে পারেন বোতাম গোলাপের চারা। সারা বছরই ফুল দেবে সে।

গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই ফুল যেমন সাজসজ্জার কাজে লাগে, তেমনই ঘর সাজাতে বা কাউকে উপহার দিতেও এর জুরি নেই। তবে লোকাল গোলাপ কিংবা বেঙ্গালুরুর ডাচ গোলাপ নয়, রোজ ডে তে প্রেমিকাকে উপহার দিন টব সমেত বোতাম গোলাপের চারা। এই ফুলটি দেখতে ছোটো একটি বোতামের মতো। মাত্র ১০০ টাকায় পাবেন এই বোতাম গোলাপের চারা। এ গোলাপের আর একটি বৈশিষ্ট্য হল এ গোলাপের একটি গাছে হাজারেরও বেশি ফুল পেয়ে যাবেন।

আরও পড়ুন : বিনিয়োগ টানার লক্ষ্যে আজ থেকে রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 

নার্সারির কর্ণধার তারা প্রসাদ জানান, দুটি গাছের ক্রস বিড এই গোলাপ। এই গোলাপ গাছের যত্নের জন্য প্রয়োজন হারের গুঁড়ো, শিংয়ের গুঁড়ো, ডিএবি, খোল পচা এই সমস্ত কিছু দিলেই গাছে ফুল ভর্তি হয়ে যাবে । এই ফুলটি মূলত ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রেম দিবসে প্রেমিকাকে একটা দুটো গোলাপ না দিয়ে চারা সমেত এই বোতাম গোলাপ দিলে প্রেমিকার মনে সারা জীবন আপনার ভালবাসার এই উপহার থেকে যাবে। এই গোলাপের চারা বেড়ে ওঠার মতো আপনাদের ভালোবাসাও দিন দিন বেড়ে উঠবে।

Next Article

Murshidabad News: কেমন ছিল পুরাতন মুর্শিদাবাদ! এবার দেখা যাবে চোখের সামনে! বিশাল আয়োজন মুর্শিদাবাদে

Scroll to Top