Last Updated:
সেলেব্রেটি থেকে সাধারণ মানুষের ভিড়, হাবড়ায় জমজমাট এই চায়ের ঠেক

বাহারি চা
উত্তর ২৪ পরগনা: চায়ের দোকান মানেই শুধুই চা নয়, একটা অন্য আবেগ, ইমোশন। সেই ভাবনা থেকেই হাবড়ার দেশবন্ধু পার্কের কাছে মনোতোষ সরকারের চায়ের দোকান আজ রূপ নিয়েছে এক অনন্য ‘আড্ডা জোন’-এ। সকাল হোক বা রাত, প্রতিনিয়ত জমজমাট এই দোকান। এই দোকানের বিশেষত্ব শুধুই চায়ের স্বাদে নয়, বরং চায়ের বৈচিত্রে। মালাই চা, দার্জিলিং চা, ব্লু টি, রেড টি, গ্রিন টি – চা প্রেমীদের জন্য রাজকীয় মেনু। চায়ের সঙ্গে রয়েছে কুকিজ ও নানা ধরনের বিস্কুটের বাহারি সম্ভারও।
স্থানীয়দের মতে, হাবরা-অশোকনগর অঞ্চল তো বটেই, জেলার বিভিন্ন প্রান্ত এমনকি দূরদূরান্ত থেকেও মানুষ আসছেন এই বিশেষ চায়ের স্বাদ নিতে ও আড্ডায় অংশ নিতে। বহুবার বহু সেলেব্রিটি, জনপ্রতিনিধি ও মন্ত্রীদেরও দেখা গিয়েছে এই চায়ের দোকানে। দোকানের মালিক মনোতোষ সরকারের হাসিমুখ ও অমায়িক ব্যবহারও ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। নিজের আড্ডা দেওয়ার শখ থেকেই এই চায়ের দোকান শুরু করেছিলেন মনোতোষ। সেই শখই আজ পেশায় রূপ নিয়েছে। বিশেষভাবে সাজানো বসার ব্যবস্থা, পরিবারের সব বয়সের মানুষের জন্য উপযোগী পরিষেবা- সব মিলিয়ে এই দোকান হয়ে উঠেছে আড্ডা ও চায়ের সমার্থক।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
July 15, 2025 4:06 PM IST