Last Updated:
সারা বছর অনলাইনে হস্তশিল্প বিক্রি করে স্বনির্ভর হচ্ছে বসিরহাট সহ সীমান্তের কয়েক’শ মহিলারা। ইদ ও নববর্ষের আগেই তাদের নিয়ে মেলা করছে সেল এক্সপ্রেস গ্রুপ।

বসিরহাটে মহিলাদের স্টলের প্রদর্শনী
উত্তর ২৪ পরগণা: হস্তশিল্পের উপকরণ অনলাইনে বিক্রিতে স্বনির্ভর হচ্ছে বসিরহাটের মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কারুকার্যে ফুটে উঠছে একাধিক ঘর সাজানোর উপকরণ সহ বিভিন্ন পোশাক থেকে গয়না। আর সেই উপকরণগুলি সারা বছর অনলাইনে বিক্রি করে স্বনির্ভর হচ্ছে বসিরহাট সহ সীমান্তের কয়েক’শ মহিলারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার বাড়ির মেয়ে-বউরা হস্তশিল্পের মাধ্যমে বাড়তি আয়ের পথ দেখছেন।
শাড়ি, টেডি বিয়ার, ব্যাগ, গলার হার, সহ একাধিক রংবেরঙের রকমারি ঘর সাজানোর উপকরণ যা হাতের কারুকার্যে নিপুনভাবে ফুটিয়ে তুলেছে। মূলত ঈদ ও বাংলা নতুন বছরের আগেই হস্তশিল্পের সেই সব পশরা নিয়ে বসিরহাট পৌরসভার উদ্যোগে টাউন হল মাঠে আয়োজিত হলো বিশেষ প্রদর্শনী। বসিরহাটের স্বনির্ভর গোষ্ঠীর সেল এক্সপ্রেস গ্রুপের প্রায় কয়েক’শ মহিলারা বাড়িতেই হস্তশিল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ তৈরি করে তা অনলাইনে বিক্রি করছেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
আর এভাবে নিজেরাই স্বনির্ভর হচ্ছেন। এর ফলে একদিকে যেমন এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে মাসিক রোজগার করে সংসারে স্বামীর জীবিকার সঙ্গে সাশ্রয় করে দিচ্ছেন। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাড় করছেন। বাড়িতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন উপকরণ অনলাইনে বিক্রির পাশাপাশি বিভিন্ন মেলা, সরকারি অনুষ্ঠান, পুজোতে স্টল দিয়ে বিক্রি করছেন। আর এভাবেই বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা স্বামীর সঙ্গে বাড়ির বধুরাও সংসারের হাল ধরছেন।
জুলফিকার মোল্যা
Kolkata,West Bengal
March 24, 2025 3:46 PM IST
Digha Sea Beach: ‘বাঁচাও বাঁচাও…’ নিউ দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! ‘ওঁরা’ না থাকলে প্রাণই চলে যেত ছোট্ট মেয়েটার!