North 24 Parganas News: বমি, পেট ব্যথা…একের পর এক রোগী ভর্তি হাসপাতালে! ডায়রিয়া আতঙ্কে কাঁপছে কামারহাটি

North 24 Parganas News: বমি, পেট ব্যথা…একের পর এক রোগী ভর্তি হাসপাতালে! ডায়রিয়া আতঙ্কে কাঁপছে কামারহাটি

Last Updated:

কামারহাটিতে ডায়রিয়া আতঙ্ক, বমি পেট ব্যথা নিয়ে রোগীরা ভর্তি হাসপাতালে

X

North 24 Parganas News: বমি, পেট ব্যথা…একের পর এক রোগী ভর্তি হাসপাতালে! ডায়রিয়া আতঙ্কে কাঁপছে কামারহাটি

ডায়রিয়া আতঙ্ক

উত্তর ২৪ পরগনা: কামারহাটি এলাকায় হঠাৎই ছড়াল ডায়রিয়া আতঙ্ক! এলাকার ইতিমধ্যেই প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া সাধারণ বসবাসকারী মানুষ হঠাৎ ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ছেন।

গোটা অঞ্চলের ইতিমধ্যেই প্রায় ৫০ জন মানুষ বমি, পায়খানা ও পেটের ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জেনে নিন

সাধারণ মানুষের অভিযোগ জল থেকেই এই ডায়রিয়া ছড়িয়েছে। কয়েক দিন ধরেই এলাকার মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। অভিযোগ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। জল থেকে প্রচুর আয়রন পড়ছে। এছাড়াও এলাকার নোংরা জল কোনওরকম ভাবে পানীয় জলের পাইপ লাইনে ঢুকছে বলেই অনুমান। পৌরসভার নিকাশি ব্যবস্থার দিকেও আঙুল তুলছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন: মারতে হবে না, বিষও লাগবে না! ঘর মোছার জলে ফেলে দিন এক টুকরো…বাড়ির ছায়াও মাড়াবে না ইঁদুর

দীর্ঘদিন ধরেই বিষয়গুলি নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়রা। তা সত্বেও কোনও কাজ হয়নি পৌরসভার পক্ষ থেকে। কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নির্মলা রাই দায় এড়িয়ে, পৌরসভা যথেষ্টই কাজ করছে বলেই জানান। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কের পাশাপাশি তৈরি হয়েছে ক্ষোভ।

Rudra Narayan Roy

Next Article

Crime News: ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শাশুড়িকে খুন বৌমার! পুলিশকে যা বললেন প্রতিবেশীরা…চমকে যাবেন