Last Updated:
North 24 Parganas News:পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে নির্দিষ্ট দিনে পুরসভার গাড়িতে ফেলার বার্তা পৌঁছে দিতে, নির্মল সাথী মহিলারা নীল শাড়ি পরে এবং ওয়াকিটকি সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন।

বিশেষ উদ্যোগ
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: এলাকার মানুষদের বিশেষ এই বন্ধুকে চেনাতেই, ওয়াকিটকি নিয়ে রাস্তায় নামছেন নীল শাড়ি পরা দিদিরা! নিউ ব্যারাকপুর পুরসভার বিভিন্ন এলাকায় সকাল হলেই দেখা মিলছে বিশেষ এই বন্ধুদের। নাগরিকদের মধ্যে বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে, পুরসভার উদ্যোগে চালু করা হয়েছে অভিনব এই পদ্ধতি।
পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে নির্দিষ্ট দিনে পুরসভার গাড়িতে ফেলার বার্তা পৌঁছে দিতে, নির্মল সাথী মহিলারা নীল শাড়ি পরে এবং ওয়াকিটকি সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। নির্মল বন্ধুদের কাজ তুলে ধরে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাই জানানো হচ্ছে এলাকাবাসীদের।
Kolkata,West Bengal
April 30, 2025 12:50 AM IST
Weekend Trip: ভালবাসার মানুষের সঙ্গে প্রেমে ডুবে যান…! কাপল ফ্রেন্ডলি এই দারুন রিসর্ট আপনার জন্য বেস্ট, সপ্তাহান্ত জমুক আদরে-সোহাগে