North 24 Parganas News: প্রতিভাবান চোর! স্কুলে চুরি করতে ঢুকেই চাল দিয়ে আঁকল আলপনা, শোরগোল অশোকনগরে

North 24 Parganas News: প্রতিভাবান চোর! স্কুলে চুরি করতে ঢুকেই চাল দিয়ে আঁকল আলপনা, শোরগোল অশোকনগরে

Last Updated:

এমন প্রতিভাবান চোর! স্কুলে চুরি করতে ঢুকেই চাল দিয়ে আঁকলো আলপনা, শোরগোল অশোকনগরে

চোরের আঁকা আলপনাNorth 24 Parganas News: প্রতিভাবান চোর! স্কুলে চুরি করতে ঢুকেই চাল দিয়ে আঁকল আলপনা, শোরগোল অশোকনগরে
চোরের আঁকা আলপনা

উত্তর ২৪ পরগনা: চোরের এমন প্রতিভা! স্কুলে চুরি করতে ঢুকেই চাল দিয়ে আলপনা প্রতিভাবান চোরের! শেষ হয়েছে বিদ্যা দেবীর আরাধনা, তবে ছুটি কাটিয়ে পুরোদমে স্কুল শুরুর দিন এমন ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে।

স্কুলে ভাঙা হয়েছে তালা, সিসিটিভি ক্যামেরা, তছনছ করা হয়েছে সাধের বাগান। এখানেই শেষ নয়, চোরের দল স্কুলে রাখা চাল চুরি করেই আঁকল সুন্দর আলপনা। এমন প্রতিভাবান চোরের হানায় নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: রাতে বাচ্চার জন্ম দিল মহিষ, সকালে দেখেই থ গোটা গ্রাম! এ কীভাবে সম্ভব? সবার মুখে কেন এই একটাই প্রশ্ন?

জানা গিয়েছে, অশোকনগর কল্যাণগড় পৌরসভার কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলে এদিন শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকে দেখেন এই দৃশ্য। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশিরকান্তি ম‍ণ্ডল জানালেন, স্কুলে প্রসাদ বিতরণের পর বাসনপত্র ধুয়ে সকলেই স্কুল বন্ধ করে চলে যান। এরপর, স্কুলের দায়িত্বে থাকা এক কর্মী শুকনো চাল তুলতে বিকেল নাগাদ স্কুলে আসলে দেখতে পান, কেউ বা কারা চোরের মতো করে স্কুলে তালা ভেঙে ঢুকে এইসব কাণ্ড ঘটিয়েছে।

সন্ধ্যে নেমে যাওয়ার কারণে, তখন ওই কর্মী আর কিছু না করে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এদিন সকাল হতেই স্কুলে এসে তাই দেখা গেল চোরের হাতে আঁকা আলপনা-সহ যত্রতত্র ছড়িয়ে বাগানের ছিটিয়ে কাটা গাছ , ভাঙা সিসিটিভি ক্যামেরা, গেটের তালা।

আরও পড়ুন:

স্থানীয় এক ছাত্র জানান, ওই সময় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে স্কুলের ভেতরে দেখেছে সে। এরপরই গোটা ঘটনা জানিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে স্কুলের তরফে। কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটালতার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরাগুলিতেও নজরদারি চালানো হচ্ছে। তবে প্রতিভাবান এমন চোরের কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঝড় নেটিজেনদের।

Rudra Narayan Roy

Next Article

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, নেতাজি নগরে আত্মঘাতী মহিলা! গ্রেফতার স্বামী

Scroll to Top