North 24 Parganas News: দু-বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও মনে করাল পাথরপ্রতিমা! কী হয়েছিল?

North 24 Parganas News: দু-বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও মনে করাল পাথরপ্রতিমা! কী হয়েছিল?

Last Updated:

দু’বছর আগের সেই ভয়ংকর স্মৃতি যেন নীলগঞ্জ মোচপোল এলাকার মানুষদের আবারও মনে করালো পাথরপ্রতিমা

X

North 24 Parganas News: দু-বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও মনে করাল পাথরপ্রতিমা! কী হয়েছিল?

বিস্ফোরণের চিহ্ন

উত্তর ২৪ পরগনা: কেটে গিয়েছে দু’বছর। ২০২৩-এর সেই ভয়ংকর দিনের কথা যেন নীলগঞ্জ মোচপোল এলাকার মানুষদের আবারও মনে করাল পাথরপ্রতিমা। দত্তপুকুর, চম্পাহাটি, কল্যাণীর পরে এবার বিস্ফোরণের শিকার হল পাথরপ্রতিমা। প্রাণ গেল শিশু-সহ একই পরিবারের আটজনের।

২০২৩ সালের অগাস্ট মাসে ঠিক একই রকম বীভৎসতায় দত্তপুকুর থানার নীলগঞ্জে ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ গেয়েছিল দশজনের। এলাকায় অবৈধভাবে তৈরি হওয়া বাজির কারখানায় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আশেপাশের বাড়ি গুলিও ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। যার চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে মোচপোল এলাকা। আহত হয়েছিলেন অনেকে। হয়তো জীবন কেটেছে তবে এখনও, সেদিনের কথা মনে পড়লে যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মানুষজন। দীর্ঘ ২ বছর কেটে গেলেও এখনও মেলেনি কোন ক্ষতিপূরণ। অবৈধ হলেও, রুটিরুজি হারিয়েছিলেন বহু মানুষ। আজ তারা পেটের দায়ে অন্য পেশায়।

এখন আর আগের মতো সেভাবে বাজি তৈরি হয় না। তবে আশপাশের বহু এলাকায় এখনও এই ধরনের অবৈধ বাজি তৈরির কারবার চলে বলেও জানালেন স্থানীয়রাই। পরিস্থিতি অনেকটা পাল্টালেও, সজন হারানোর ব্যথা এবং সে দিনের মর্মান্তিক দৃশ্য আজও যেন ভুলতে পারেনি মোচপোল। গতকাল রাতের পাথরপ্রতিমার ছবি আবারও যেন অতীতের সেই বীভৎস দিনের কথাই মনে করিয়ে দিল এলাকার মানুষদের। যা আবারও নাড়িয়ে দিয়েছে শরিফ, জাসমিনা, আসেরা বিবিদের।

Next Article

Purulia News: ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, আধার কার্ড হচ্ছে না! চিন্তা নেই, মিলবে এই উপায়ে, পেলেন বিশেষভাবে সক্ষম ভোলানাথ

Scroll to Top