North 24 Parganas News: জলে ভাসছে হাসপাতাল…! সমস্যায় রোগী, পরিজন থেকে চিকিৎসকরা

North 24 Parganas News: জলে ভাসছে হাসপাতাল…! সমস্যায় রোগী, পরিজন থেকে চিকিৎসকরা

Last Updated:

North 24 Parganas News: হাসপাতালের বাইরের চত্বর তো বটেই, ভিতরের বিভিন্ন বিভাগেও ঢুকে পড়েছে গোড়ালি সমান জল।

+

North 24 Parganas News: জলে ভাসছে হাসপাতাল…! সমস্যায় রোগী, পরিজন থেকে চিকিৎসকরা

হাসপাতালে জল যন্ত্রণা

উত্তর ২৪ পরগনা: টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মধ্যমগ্রাম মাতৃসদন চিকিৎসা কেন্দ্র, অসুবিধায় রোগী ও রোগী পরিজনেরা। হাসপাতালের বাইরের চত্বর তো বটেই, ভিতরের বিভিন্ন বিভাগেও ঢুকে পড়েছে গোড়ালি সমান জল। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও রোগী পরিজনেরা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

জল ঠেলে যেতে হচ্ছে বহিঃর্বিভাগ, প্রসূতি ও অন্যান্য বিভাগে। চিকিৎসা পরিষেবা কিছুটা ব্যাহত হলেও তা চালু রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জল সরানোর কাজ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভা ও হাসপাতাল প্রশাসনের তরফে যৌথ উদ্যোগে পাম্প বসানো হয়েছে। কাজে নেমেছে সাফাই কর্মীরাও।

হাসপাতাল সুপার ও মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান জানান, জলের কারণে কিছু অস্থায়ী সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে দ্রুততা সঙ্গে জল বের করার কাজ চলছে। ইতিমধ্যে কিছু বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে চিকিৎসা পরিষেবায় কোন রকম বাধা না পড়ে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী আরও ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা থাকায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী এবং রোগীদের পরিজনেরা। এখন দেখার এই জল যন্ত্রণার সমস্যা মেটাতে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।

Rudra Narayan Roy

Scroll to Top