North 24 Parganas News: জনবহুল স্টেশনে চরম অমানবিকতার দৃশ্য! হার মানল তরুণীদের লড়াই, চলে গেলেন বৃদ্ধা

North 24 Parganas News: জনবহুল স্টেশনে চরম অমানবিকতার দৃশ্য! হার মানল তরুণীদের লড়াই, চলে গেলেন বৃদ্ধা

Last Updated:

North 24 Parganas News: ওই বৃদ্ধাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কয়েকজন তরুণী। কোনও রকমে হাবরা স্টেশনে ওই অসুস্থ বৃদ্ধাকে নামান তাঁরা।

X

North 24 Parganas News: জনবহুল স্টেশনে চরম অমানবিকতার দৃশ্য! হার মানল তরুণীদের লড়াই, চলে গেলেন বৃদ্ধা

হাবরা স্টেশন

উত্তর ২৪ পরগনা: আবারও জনবহুল হাবরা স্টেশন দেখল সমাজের চরম-অমানবিক এক দৃশ্য। সহযাত্রী বৃদ্ধার করুণ পরিণতিতে তরুণীদের লড়াইও যেন হার মানল মানবতার কাছে। স্টেশনে থাকা মানুষদের একটু সাহায্যে পেলেই হয়তো বেঁচে যেত ঠাকুরমার প্রাণ। হাবরা হাসপাতালে দাঁড়িয়ে চোখে জল নিয়ে সেই আক্ষেপই জানালেন সাহায্যে এগিয়ে আসা তরুণীরা। জানা গিয়েছে, এদিন অশোকনগর থেকে ট্রেনে উঠেছিলেন এক বৃদ্ধা যাত্রী, যার আনুমানিক বয়স প্রায় ৭০। ট্রেন হাবরা ঢোকার আগে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন ওই বৃদ্ধা যাত্রী। আশপাশে থাকা সহযাত্রী তরুণীরাই তখন কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ট্রেন ঢুকে গিয়েছে হাবরা স্টেশনে। নিজেদের গন্তব্যে পৌঁছন চেষ্টা ছেড়ে। এরপর ওই বৃদ্ধাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কয়েকজন তরুণী। কোনও রকমে হাবরা স্টেশনে ওই অসুস্থ বৃদ্ধাকে নামান তাঁরা।

দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্যই স্টেশনে থাকা অন্যান্য পুরুষ যাত্রীদের সাহায্য চাইতে থাকেন ওই তরুণীরা। হাতজোড় করেও করেন অনুরোধ, কিন্তু কেউই এগিয়ে আসলেন না সাহায্যের জন্য। এভাবেই কাটে প্রায় ১০ মিনিট। স্টেশনে বৃদ্ধা ওই যাত্রীকে মরণাপন্ন অবস্থায় চলে যেতে দেখেও কেউ সাহায্যে এগিয়ে না আসায় তরুণীরাই কোন রকমে ঠাকুমাকে টোটোতে তোলেন হাবরা হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে যদিও পৌঁছনোর পরও হল না শেষ রক্ষা। এমন পরিস্থিতিতে বৃদ্ধাকে বাঁচাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন সহযাত্রী ওই তরুণীরা।

হাসপাতালে দাঁড়িয়েই তাঁরা জানালেন আক্ষেপ, “স্টেশনে থাকা অসংখ্য মানুষ শুধু দাঁড়িয়ে দেখলেন, কেউ এগিয়ে এল না!” ঘটনার পর তরুণীদের প্রশ্ন, কোথায় গেল সমাজের মানবিকতা! যদি কেউ একটু আগে এগিয়ে আসতেন, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেত, তাহলেই হয়তো বেঁচে যেত বৃদ্ধা ঠাকুমার প্রাণ। মৃত ওই বৃদ্ধার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। পুলিশ ওই মৃত বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে এই দৃশ্য যেন আবারও সমাজের অন্ধকার দিকটিকেই তুলে ধরল।

রুদ্র নারায়ণ রায়

Next Article

Purulia News: রমজান মাসে রোজা রেখে উপোস! ছৌ নৃত্যের তালিম দিচ্ছেন পুরুলিয়ার গিয়াস উদ্দিন

Scroll to Top