Last Updated:
North 24 Parganas News: আন্তর্জাতিক স্কে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা ২৬ ও ২৭ এপ্রিল মস্কোয় অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সেখানেই অংশ নিচ্ছেন নিউ ব্যারাকপুরের মেয়ে।

প্রতিযোগী নেহা
উত্তর ২৪ পরগনা: দেশে জঙ্গি হামলার আবহে কাশ্মীরের ঐতিহ্যবাহী স্কে মার্শাল আর্ট রপ্ত করে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে রাশিয়ায় পাড়ি দিচ্ছেন নিউ ব্যারাকপুরের নেহা মিস্ত্রি। গত তিন বছর আগে মারণ রোগ ক্যান্সারে পেশায় মাছ বিক্রেতা বাবা বিধান মিস্ত্রীকে হারিয়েছেন। মা তাপসী মিস্ত্রি বাড়ি বাড়ি আয়ার কাজ করেন।
নিউ ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া মেঘনাদ সাহা সরণীর রেল পারের বাড়িতে ঠাকুমার কাছেই থাকেন নেহা। ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহী নেহা বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ থেকে শারীরশিক্ষায় স্নাতক হন। অভাবের সংসারে লড়াই করেই আজ নেহা সহ বাংলার ১০ প্রতিযোগী ভূস্বর্গের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট স্কে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে রাশিয়ার মস্কোয় পারি দিচ্ছেন।
আন্তর্জাতিক স্কে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা ২৬ ও ২৭ এপ্রিল মস্কোয় অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। ভিসা, যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছে নব বারাকপুর পুরসভা ও জনপ্রতিনিধি থেকে ক্রীড়াপ্রেমী মানুষজন। ইতিমধ্যেই পৌরপ্রধান প্রবীর সাহা নেহার হাতে তুলে দিয়েছেন আর্থিক সাহায্য।
আরও পড়ুনঃ How To Make Egg Malai Curry: চিংড়ি মালাইকারি নয়, কখনও ডিমের মালাইকারি খেয়েছেন? জেনে নিন রেসিপি
এছাড়াও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও পুর প্রতিনিধি দেবাশিস মিত্রও এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে। নেহার মা তাপসী মিস্ত্রি জানান,ঠঅভাবের সংসারে মেয়ে দেশের হয়ে খেলতে যাচ্ছে এটা গর্বের বিষয়। ও যেন দেশের ও বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, এই আশাই রাখছি। নেহার মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিযোগীদের সাফল্যের গল্প যেন যুবসমাজকে অনুপ্রেরণা যোগাবে। চরম প্রতিকূলতার মধ্যেও যে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে নেহাইউ যেন তার এক উদাহরণ হয়ে উঠেছে।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
April 24, 2025 8:38 PM IST
IPL-এ গড়াপেটার ছায়া! ব্যাটে বল লাগল না, হেঁটে বেরিয়ে গেল ব্যাটার, আজব কাণ্ড