North 24 Parganas News: আবেগ সামলে রাখুন, দোলের দিন শ্রীঘরে যেতে না চাইলে এই কাজ থেকে বিরত থাকুন! সতর্ক করল পুলিশ

North 24 Parganas News: আবেগ সামলে রাখুন, দোলের দিন শ্রীঘরে যেতে না চাইলে এই কাজ থেকে বিরত থাকুন! সতর্ক করল পুলিশ

Last Updated:

দোলের দিন আবেগের বশে এই কাজটি করলেই জেল যাত্রা!

X

North 24 Parganas News: আবেগ সামলে রাখুন, দোলের দিন শ্রীঘরে যেতে না চাইলে এই কাজ থেকে বিরত থাকুন! সতর্ক করল পুলিশ

হোলিতে জেল যাত্রা

উত্তর ২৪ পরগনা: রঙের উৎসবে মেতে ওঠার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ইতিমধ্যেই নানা প্রান্তে শুরু হয়েছে বসন্ত উৎসব পালন। তবে রংয়ের উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি অনেক জায়গায় দেখা যায় রাস্তায় থাকা সারমেয়দেরও রং মাখিয়ে দিতে। সে ক্ষেত্রে সংযত না হলে পড়তে পারেন বিপদে। এমন কি যেতে হতে পারে শ্রীঘরেও।

দোল ও হোলি উৎসবের আগে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সচেতনতা প্রচারে নেমেছেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠন সহ জেলা পুলিশ প্রশাসন। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্টে ওই ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাবাসও হতে পারে বলেও জানা গিয়েছে। তাই রংয়ের আনন্দে মাতুন নিজেরা, পোষ্যদের গায়ের রং মাখিয়ে অবলা প্রাণীদেরকে বিপদে না ফেলার পরামর্শ দিচ্ছেন পশুপ্রেমিরা। এদিন হাবরা থানার আধিকারিক অনুপম চক্রবর্তীর মুখেও শোনা গেল এই ধরনের আনন্দ থেকে মানুষকে বিরত থাকতে।

আরও পড়ুন: যাদবপুরের অশান্তির ইফেক্ট বসন্ত উৎসবে! লেডিস ক্লাবের সদস্যদের মুখে বিষাদের সুর

এই রঙের কারণে বহু ক্ষেত্রে ক্ষতি হতে পারে সারমেয়দের। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞদের দাবি, পথকুকুরদের কেউ স্নান করিয়ে দেয় না। ফলে তারা নিজেকে পরিষ্কার রাখার জন্য জিভের সাহায্য নেয়৷ স্বাভাবিকভাবেই গায়ে রং লাগা অবস্থায় জিভ দিয়ে চাটলে সারমেয়দের শরীরে বিভিন্ন রাসায়নিক প্রবেশ করে৷ তার ফলে কুকুরদের পেটের সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এছাড়াও রঙে ব্যবহৃত রাসায়নিকের মাধ্যমে অনেক সময়ই দেখা যায় ত্বকের সমস্যাও৷ উঠে যায় গায়ের লোম৷ শুধু তাই নয়, ছোট ছোট শারীরিক সমস্যার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে সারমেয়র বলেই জানাচ্ছেন পশু চিকিৎসকরা৷ তাই পশুপ্রেমীরা এখন আর্জি জানাচ্ছেন রাস্তার কুকুর, বিড়াল, গরু বা অন্যান্য পশুদের গায়ে যাতে রঙ না দেন। অবলা প্রাণীদের হেনস্থা না করেই চলুক রঙের উৎসব উদযাপন।

Rudra Narayan Roy

Next Article

Chaitanya Dev: ‘সকলের চৈতন্য হোক’, বিশেষ গাছের বীজে চৈতন্যদেব এঁকে বিশেষ বার্তা শিক্ষকের

Scroll to Top