Last Updated:
North 24 Parganas News: বাড়ি ফিরতেই মায়ের চোখ ভিজল কান্নায়। কোনও রকমে দিন আনা-দিন খাওয়া সংসারে মেয়ের যোগব্যায়ামের প্রতি আগ্রহ দেখেই ঋণ করে পাঠিয়েছিলেন প্রতিযোগিতায়।
![North 24 Parganas News: ভাঙা চালের ঘর থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ডালিয়ার! কিন্তু চোখে জল মায়ের, কেন North 24 Parganas News: ভাঙা চালের ঘর থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ডালিয়ার! কিন্তু চোখে জল মায়ের, কেন](https://images.news18.com/static-bengali/uploads/2025/01/HYP_4918524_cropped_16012025_122858_20250116_122527_watermark__2.jpg?impolicy=website&width=360&height=270)
সফল প্রতিযোগী
উত্তর ২৪ পরগনা: সকাল হলেই ভাঙা ঘরের চাল ভেদ করে পড়ে রোদ। রেলপারের বস্তি এলাকায় বসবাস হওয়ায় দুরন্ত গতিতে যাওয়া একের পর এক লোকাল ট্রেন আর সন্ধ্যা নামলেই ঘরের ফাঁক দিয়ে দেখা মেলে আকাশে ফুটে ওঠা চাঁদ-তারার। আর্থিকভাবে একেবারে পিছিয়ে পড়া এলাকা থেকেই এবার ক্রীড়া ক্ষেত্রে নজর কাড়ল বারাসাতের মেয়ে ডালিয়া বর। রেলপার এলাকা থেকেই খুদে বয়সে ওয়ার্ল্ড যোগা কাপ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে ফিরল সে। বাড়ি ফিরতেই মায়ের চোখ ভিজল কান্নায়। কোনও রকমে দিন আনা-দিন খাওয়া সংসারে মেয়ের যোগব্যায়ামের প্রতি আগ্রহ দেখেই ঋণ করে পাঠিয়েছিলেন প্রতিযোগিতায়।
মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের সংসারের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এখন প্রশাসন এবং ক্রীড়া দফতরের সাহায্য প্রার্থনা করছেন মা মিতা বর। স্বামী রবিশঙ্কর বর রাজমিস্ত্রির কাজ করেন এবং স্ত্রী সেলাই করেন। আর্থিক সামর্থ্য না থাকায় মেয়েকে এই ওয়ার্ল্ড যোগা কাপে পাঠাতে প্রায় ৮০ হাজার টাকা ঋণ নিয়েছেন বলে জানান তিনি। অবশেষে হায়দরাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মেয়ে। ঘরে ফিরতেই তাই ছোট্ট ডালিয়াকে জড়িয়ে ধরে চোখের জল যেন বাঁধ মানল না অসহায় মায়ের। ডালিয়া-সহ তার গোটা পরিবার এখন চাইছে আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তবে কী ভাবে টাকা যোগাবে, এখন সেটাই যেন বুঝে উঠতে পারছে না গোটা পরিবার।
পরিবারের কাতর আবেদন, যদি সরকার এবং বেসরকারি সংস্থা তাদের পাশে এসে দাঁড়ায় তবে ডালিয়া ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে। বর্তমানে ডালিয়া শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু তার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন। ডালিয়ার মা জানান, “আমরা ওকে ভাল খাওয়াদাওয়া এবং পড়াশোনা দিতে পারি না। তবে যদি সরকার সাহায্য করে, তাহলে আমার মেয়ে আরও বড় সাফল্য লাভ করবে।”
ডালিয়ার স্বপ্ন, যোগা প্রতিযোগিতায় আরও শীর্ষে পৌঁছনোর এবং দেশের জন্য গৌরব অর্জন করা। বারাসাতের মেয়ের এমন সাফল্যে আজ এলাকার নানা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে। তবে অসহায় বর পরিবার চায় মেয়েকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করুক সকলে। যাতে সাফল্যের শিখরে পৌঁছতে ডালিয়ার আর্থিক সামর্থ্য কখনই বাধা হয়ে না দাঁড়ায়।
রুদ্র নারায়ণ রায়
Kolkata,West Bengal
January 16, 2025 8:55 PM IST
Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে পালাগান গাওয়া কৃষ্ণার জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও