Last Updated:
Newtown death mystery: নিউটাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তে একাধিক প্রমাণ মিলল। সূত্রের খবর নাবালিকাকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও।

কলকাতা: নিউটাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তে একাধিক প্রমাণ মিলল। সূত্রের খবর নাবালিকাকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও।
সূত্রের খবর, গায়ে একাধিক আঁচড়ের দাগ, মুখের কোণে রক্তের দাগ নাক বাঁকা। নিখোঁজ ডায়েরি যেটা করা হয়েছিল পরিবারের তরফে তাতে খুনের ধারা যুক্ত করে এফআইআর করা হয়েছে। তবে যৌন হেনস্থা নিয়ে এখনও পুলিশ কিছু জানায়নি। পুলিশ খুনের সঙ্গে পকসো ধারা যোগ করে মামলা রুজু করেছে।
আরও পড়ুন: ভারত ছাড়াও অনেক দেশের নোট ছাপা হয় ভারতের টাঁকশালে, কোন কোন দেশের জানলে চমকে উঠবেন
অর্ধনগ্ন অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। ধর্ষণ করে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। নিউটাউন লোহার ব্রিজের কাছে ফেন্সিঙে ঘেরা পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, স্বরূপনগরে তাঁদের আসল বাড়ি মৃতের পরিবারের। তবে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে তাঁর পরিবার। বাবা নেভিতে চাকরি করেন। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুই বোনের মধ্যে মারামারি চলছিল। তাই মা ধমক দেন। এরপরই রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী।
শুক্রবার সকালে নিউটাউন থানার পুলিশ খবর পায়, লোহা ব্রিজের কাছে ফেন্সিংয়ে ঘেরা পরিত্যক্ত জঙ্গলে এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে। তরুণীর ওপরের অংশে জামা থাকলেও নীচে প্যান্ট ছিল না। মৃতদেহর পাশে পরনের প্যান্ট পড়েছিল। ওই জায়গা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
Kolkata,West Bengal
February 07, 2025 7:50 PM IST
ফ্যাশন ফটোগ্রাফির নামে এসব কী চলত ঘরে? ভয়াবহ কাণ্ড যাদবপুরে…! যা জানা গেল