Last Updated:
শুক্রবার রাতে নাবালিকার মৃতদেহ নিউটাউনের গৌরাঙ্গনগরের বাড়িতে নিয়ে আসা হয়! তার পরেই পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও স্থানীয়েরা
![Newtown Death Mystery:নিউটাউনের বাড়িতে নিয়ে আসা হল নাবালিকার দেহ, পুলিশের উপর ক্ষোভ পরিবার-স্থানীয়দের Newtown Death Mystery:নিউটাউনের বাড়িতে নিয়ে আসা হল নাবালিকার দেহ, পুলিশের উপর ক্ষোভ পরিবার-স্থানীয়দের](https://images.news18.com/static-bengali/uploads/2025/02/crimescene-2025-02-bc8a1840d91ea499f8a0b983612c8159.jpg?impolicy=website&width=415&height=270)
কলকাতা: শুক্রবার নিউটাউনের লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। আর সেই থেকেই দানা বেঁধেছে রহস্য! শুক্রবার রাতে নাবালিকার মৃতদেহ নিউটাউনের গৌরাঙ্গনগরের বাড়িতে নিয়ে আসা হয়! তার পরেই পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও স্থানীয়েরা। দেহ বাড়িতে আটকে রাখা হয়েছে। জানা যায়, মৃতার বাবা মুম্বই থেকে ফিরছেন। সূত্রের খবর, নাবালিকার বাবা ফেরার পর দেহ নিয়ে নিউটাউন থানার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে স্থানীয়দের। নাবালিকার বাড়ি যাচ্ছেন কংগ্রেস সভাপতি।
পুলিশ সূত্রে খবর, স্বরূপনগরে মৃতার আসল বাড়ি। নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে তাঁর পরিবার। বাবা নেভিতে চাকরি করেন। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুই বোনের মধ্যে মারামারি চলছিল। তাই মা ধমক দেন। এরপরই রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় শর্মিষ্ঠা।
তদন্তে পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সূত্রের খবর, একটি ফুটেজে দেখা যায়, বাড়ি থেকে বেরনোর পর, গৌরাঙ্গ নগর থেকে যাত্রাগাছি পর্যন্ত একটি বাইকে দু’জন যুবকের মাঝখানে বসে ছিল নাবালিকা। ফলে, পুলিশ নিশ্চিত গোটা ঘটনার নেপথ্যে যারা আছে, তারা নাবালিকার পূর্ব পরিচিত। তাদের সন্তানে খোঁজ চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সূত্রের খবর, নাবালিকার শরীরে ছিল একাধিক আঁচড়ের দাগ, বুকে নখের আঁচর, মুখের কোণে রক্তের দাগ, নাকের হাড় বেঁকে গিয়েছিল। পরিবারের তরফে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তাতে খুনের ধারা যুক্ত করে এফআইআর করা হয়েছে। তবে যৌন হেনস্থা নিয়ে এখনও পুলিশ কিছু জানায়নি। পুলিশ খুনের সঙ্গে পকসো ধারা যোগ করে মামলা রুজু করেছে।
Kolkata,West Bengal
February 07, 2025 11:23 PM IST
Newtown Death Mystery:নিউটাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার,ঘটনার নেপথ্যে ‘পূর্বপরিচিত’ ২জন? সিসিটিভি ফুটেজে যা পেল পুলিশ