Last Updated:
ফের শহরে অগ্নিকাণ্ড৷ তপসিয়ার পর এ বার আগুন লাগল নিউ আলিপুরে৷ শনিবার সন্ধ্য়া ৭ নাগাদ আগুন লাগে নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ লাগোয়া নামী এক বেসরকারি হাসপাতালের পাশের ঝুপড়িতে৷ চোখের নিমেষে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷
কলকাতা : ফের শহরে অগ্নিকাণ্ড৷ তপসিয়ার পর এ বার আগুন লাগল নিউ আলিপুরে৷ শনিবার সন্ধ্য়া ৭ নাগাদ আগুন লাগে নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ লাগোয়া নামী এক বেসরকারি হাসপাতালের পাশের ঝুপড়িতে৷ চোখের নিমেষে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷ ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করছেন সেনা জওয়ানরাও। অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র ফিরহাদ হাকিম ৷ ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভয়াবহ আগুনের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ঘটনাস্থলে উপস্থিত বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্ধ রয়েছে দুর্গাপুর ব্রিজের যান চলাচল।
(বিস্তারিত আসছে)
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 21, 2024 7:40 PM IST