Natural Wonder: সব গাছ ছাড়িয়ে ‘৯ পায়ে’ দাঁড়িয়ে এই তালগাছ! প্রকৃতির রহস্যময় বিস্ময় দেখতে ছুটে যান সকলে

Natural Wonder: সব গাছ ছাড়িয়ে ‘৯ পায়ে’ দাঁড়িয়ে এই তালগাছ! প্রকৃতির রহস্যময় বিস্ময় দেখতে ছুটে যান সকলে
এই তালগাছের জন্ম রহস্যেও মোড়া। কে বা কারা লাগিয়েছিল, তার হদিশ নেই কারোর কাছেই। কেউ বলেন, এই গাছ মানুষ নয়, প্রকৃতিই নিজে সৃষ্টি করেছে। তার কূট কৌশলের খেলায় গোপনে বড় হয়ে উঠেছে এই নয় মাথার তালগাছ, যাকে ঘিরে এখন এক নিঃশব্দ গর্ব বাসা বেঁধেছে গ্রামের বুকে।Natural Wonder: সব গাছ ছাড়িয়ে ‘৯ পায়ে’ দাঁড়িয়ে এই তালগাছ! প্রকৃতির রহস্যময় বিস্ময় দেখতে ছুটে যান সকলে

এই তালগাছের জন্ম রহস্যেও মোড়া। কে বা কারা লাগিয়েছিল, তার হদিশ নেই কারোর কাছেই। কেউ বলেন, এই গাছ মানুষ নয়, প্রকৃতিই নিজে সৃষ্টি করেছে। তার কূট কৌশলের খেলায় গোপনে বড় হয়ে উঠেছে এই নয় মাথার তালগাছ, যাকে ঘিরে এখন এক নিঃশব্দ গর্ব বাসা বেঁধেছে গ্রামের বুকে।

Scroll to Top