Nation Medical: রাজ্যের মুকুটে নতুন পালক এনে দিল ন্যাশনাল মেডিক্যাল! কেন্দ্রের বিচারে প্রসূতি বিভাগে সেরার তকমা

Nation Medical: রাজ্যের মুকুটে নতুন পালক এনে দিল ন্যাশনাল মেডিক্যাল! কেন্দ্রের বিচারে প্রসূতি বিভাগে সেরার তকমা

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার এই সমীক্ষা করে।

News18Nation Medical: রাজ্যের মুকুটে নতুন পালক এনে দিল ন্যাশনাল মেডিক্যাল! কেন্দ্রের বিচারে প্রসূতি বিভাগে সেরার তকমা
News18

কলকাতা: রাজ্যের মুকুটে নতুন পালক। কেন্দ্রীয় সংস্থার বিচারে পূর্ব ভারতের মধ্যে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের গুণমানে শ্রেষ্ঠ শিরোপা ন্যাশনাল মেডিক্যাল কলেজের। প্রসূতি অপারেশন থিয়েটার এবং লেবার রুম গুণমানের ক্ষেত্রে প্রথম পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার এই সমীক্ষা করে।

গত ২৩  জুন ন্যাশনাল মেডিকেল কলেজে কেন্দ্রীয় সংস্থার টিম গোটা বিভাগ পরিদর্শন করে এবং চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী থেকে রোগীর রোগী এবং তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে।ওষুধ থেকে শুরু করে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি পর্যন্ত সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করা হয়।কেন্দ্রীয় সংস্থার বিচারে এই গুণমান বিচারের পাস মার্ক ছিল ৭০ শতাংশ। সেখানে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে ৯০.৮৩ শতাংশ নম্বর পেয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। লেবার রুম বা প্রসব কক্ষের গুণমান বিচারে ৯৭.৫০ শতাংশ নম্বর পেয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার এই সমীক্ষায় এই প্রতিষ্ঠানই পেল সেরার তকমা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Nation Medical: রাজ্যের মুকুটে নতুন পালক এনে দিল ন্যাশনাল মেডিক্যাল! কেন্দ্রের বিচারে প্রসূতি বিভাগে সেরার তকমা

Scroll to Top