Narendra Modi: কলকাতায় মোদি, মেট্রো রুটের উদ্বোধন, প্রশাসনিক সভা, প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন শমীক, শুভেন্দুরা

Narendra Modi: কলকাতায় মোদি, মেট্রো রুটের উদ্বোধন, প্রশাসনিক সভা, প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন শমীক, শুভেন্দুরা

Last Updated:

পঁচিশেই ছাব্বিশের ভোটের দামামা। আলিপুরদুয়ার-দুর্গাপুরের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী। মে-জুলাইয়ের পর ফের রাজ্য সফরে মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআইNarendra Modi: কলকাতায় মোদি, মেট্রো রুটের উদ্বোধন, প্রশাসনিক সভা, প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন শমীক, শুভেন্দুরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআই

কলকাতা: পঁচিশেই ছাব্বিশের ভোটের দামামা। আলিপুরদুয়ার-দুর্গাপুরের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী।

মে-জুলাইয়ের পর ফের রাজ্য সফরে মোদি। শুক্রবার বিকেলে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩টি নতুন মেট্রোরুটের উদ্বোধন করেন। বিমানবন্দর থেকে সড়কপথেই যশোর রোড মেট্রো স্টেশনে আসেন মোদি। পরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রশাসনিক সভা করেন। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিজেপির জনসভায় অংশ নেন নরেন্দ্র মোদি। ভাষণের পরেই ফের দিল্লি রওনা প্রধানমন্ত্রীর।

শুক্রবার নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হল খ্যাতনামা চিত্র শিল্পী সমীর আইচের আঁকা সত্যজিৎ রায়ের ছবি। এদিন যশোর রোড স্টেশন থেকে মেট্রো রুটের উদ্বোধন করে সরাসরি প্রধানমন্ত্রী চলে আসেন বিজেপির রাজনৈতিক মঞ্চে। দমদমে কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে আয়োজিত বিজেপির এই সভায় প্রধানমন্ত্রী উপস্থিত হতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উপচে পড়ে। তার পরেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করেন। তিনি সমীর আইচের আঁকা সত্যজিৎ রায়ের ছবি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

অনেকে বলতেই পারেন, বিজেপির পক্ষ থেকে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্যই প্রধানমন্ত্রীকে এই ছবি দেওয়া হয়েছে। কিন্তু এর নেপথ্যে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত ইঙ্গিতবাহী কিছু বিষয় খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদিকে উপহারস্বরূপ দেন পাটের তৈরি কালীর মূর্তি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Narendra Modi: কলকাতায় মোদি, মেট্রো রুটের উদ্বোধন, প্রশাসনিক সভা, প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন শমীক, শুভেন্দুরা

Scroll to Top