Last Updated:
পঁচিশেই ছাব্বিশের ভোটের দামামা। আলিপুরদুয়ার-দুর্গাপুরের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী।
মে-জুলাইয়ের পর ফের রাজ্য সফরে মোদি। শুক্রবার বিকেলে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতা: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব তৃণমূল নেতৃত্ব। তারই মাঝে দমদমের সভামঞ্চ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে জোরাল সওয়াল নরেন্দ্র মোদির। এদিনের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার বাঙালি আবেগে শান দিলেন মোদি। বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ” বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।”
তবে বাঙালি হেনস্তা ইস্যুতে একটি শব্দও খরচ করেননি মোদি। অথচ ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে রাজনৈতিক মহলে জোর শোরগোল। পাল্টা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের জবাব, ‘টেলিপ্রম্পটারে দেখে বাংলা বলে কি দেখাতে চান?’ দীর্ঘদিনের লড়াইয়ের পর ২০২৪ সালের অক্টোবরে বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পায়। সাহিত্য, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার দিক থেকে বাংলা ভাষা যে এই মর্যাদার যোগ্য, তা নিয়ে বহু গবেষণাপত্র জমা পড়েছিল কেন্দ্রের কাছে। এদিনের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা ও সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।” তবে, রাজনৈতিক মহলের প্রশ্ন-যখন দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে মোদি কেন নীরব রইলেন?
মোদি আরও বলেন, ” এখানেও বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন। এখানে বিজেপি এলে রেল এবং মেট্রোর দ্রুত বিস্তার হবে। এখানে ইলেকট্রিক গাড়িরও বিনিয়োগ হোক আমি চাই। এর জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার। বিজেপি সরকার বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসাবে মর্যদা দিয়েছি।”
Kolkata,West Bengal
August 22, 2025 10:10 PM IST