Last Updated:
নাগপুরের আরএসএসের সদর দফতরে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ বালিরাম হেগড়েওয়ারের সৌধতে ফুল অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নাগপুর: নাগপুরের আরএসএসের সদর দফতরে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ বালিরাম হেগড়েওয়ারের সৌধতে ফুল অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফুল অর্পণের সময় উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নাগপুরে আরএসএসের সদর দফতরে রেশম বাগে হেগরেওয়ার স্মৃতিমন্দিরে যান তিনি। তাঁকে নাগপুরে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকঢ়ী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে দেখেন দেশভক্তভূমি এবং প্রার্থনা করেন মহাত্মা বুদ্ধস্থলে।
আরও পড়ুন: বিদেশ যাওয়ার আনন্দে যুবক পৌঁছলেন এয়ারপোর্টে, পাসপোর্ট দেখাতেই শোরগোল! আঠালো ওটা কী লেগে?
এরপরেই ভারতের সেবায় সঙঘ্ এবং তার স্বেচ্ছাসেবকরা কী ভূমিকা নিয়েছেন তা নিজের বার্তায় তুলে ধরেছেন তিনি। তিনি লিখেছেন, “ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ, এবং সঙ্ঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়।”
এরপরে তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল্ল করুক”
নাগপুর সফর শেষেই তিনি উড়ে যাবেন ছত্তিসগড়ের উদ্দেশে।
আরও পড়ুন: ‘আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি…’ বিধানসভা ভোটের আগে স্বমহিমায় প্রশান্ত কিশোর!
এর আগে মোদি শেষবার সঙ্ঘের সদর দফতরে এসেছিলেন ২০১৩ সালের জুলাই মাসে। সে বার এসেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। অবশেষে ১২ বছর বাদে তিনি নাগপুর এলেন। রবিবার ‘বিক্রম সম্বত’ বা হিন্দু নববর্ষের প্রথম দিন যা মহারাষ্ট্রে গুডি পড়ওয়া হিসাবে পালিত হয় তা অনেকেই এই দিনে তার সঙ্ঘের সদর দফতরে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 30, 2025 1:55 PM IST
NEET 2025: বাবা মাকে জানান মানসিক চাপের কথা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রস্তুতি নেওয়ার সময় ‘আত্মঘাতী’ তরুণী